মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় আটক ০২

সূত্র সময় টিভি অনলাইন :
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৫:১২ পূর্বাহ্ণ
পঠিত: ৬২ বার

রাজধানীর উত্তরায় এক দম্পতির ওপর রামদা দিয়ে হামলার আলোচিত ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নং রোডে বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদ করায় এক দম্পতিকে রামদা দিয়ে কোপায় দুই যুবক।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, সাদা ও জলপাই রংয়ের শার্ট পরিহিত দুই যুবক এক নারী ও এক পুরুষ পথচারীকে রামদা দিয়ে কোপাচ্ছে।

হামলার শিকার ব্যক্তিরা হলেন মকবুল ও ইফতি। হামলার পর তাদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার ঘণ্টা দুয়েক পর স্থানীয় জনতা ওই দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

আটক দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবর্ধী থানায়। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার এলাকায়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান। তিনি জানান, রাত ৯টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশাচালক এর প্রতিবাদ করেন।

তিনি আরও জানান, সেখানে আরেকটি মোটরসাইকেলে ছিলেন ওই দম্পতি। তারাও প্রতিবাদ জানান। প্রতিবাদ করায় রিকশায় ধাক্কা দেয়া বাইকের আরোহীরা তাদের হুমকি দেয়। তারা ফোন করে আরও দু-একজনকে ডেকে আনে। এরপর সেখানে তারা ওই দম্পতির ওপর চড়াও হয়।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

সড়কের শাহজাদার বেতন ৩৪ হাজার  টাকা দিয়েই কি গড়েছেন সম্পদের পাহাড়?

ভার্চুয়াল মিটিং হয়ে উঠে সাংবাদিকদের আরেক মেলবন্ধন

কুমিল্লা বুড়িচং এ ভূয়া ভূমিহীন সনদ দিয়ে বাকশালীমুল ইউপি চেয়ারম্যান আবদুল করিমের বিরুদ্ধে খাস জমি পাইয়ে দেওয়ার অভিযোগ

কুমিল্লায় সালিসকারীকে হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড : ১০ জনের কারাদন্ড

কুমিল্লায় বুড়িচং এ কৃষকের কাছে চাঁদাদাবি ২ এনসিপি নেতার বিরুদ্ধে,  রিপোর্ট করায় প্রতিবেদক”কে হুমকি

দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে শোকজ

উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় আটক ০২

১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

কুমিল্লায় বিএনপি-আ. লীগের সংঘর্ষে নিহত ১, আহত ১০

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।