বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা: মাদক সংশ্লিষ্টতায় রক্তাক্ত বিভীষিকা

নিজস্ব প্রতিবেদক:
জুলাই ৩, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
পঠিত: ৭৬ বার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়াইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার জেরে নারীসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫), মেয়ে জোনাকি আক্তার (২৭) এবং আরেক মেয়ে রুমা আক্তার। নিহত চারজনই একই পরিবারের সদস্য।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের একটি সন্ত্রাসী দল বৃহস্পতিবার সকালে রুবি বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রুবি, রাসেল ও জোনাকিকে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রুমা আক্তারকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যক্রমে জড়িত ছিল। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তাদের সঙ্গে বিভিন্ন পক্ষের বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জের ধরেই এই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত রাসেলের স্ত্রী মোসাম্মৎ মিম দাবি করেছেন, সম্প্রতি মোবাইল চুরির একটি ঘটনা নিয়ে বিরোধের জেরেই তাদের পরিবারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহম্মদ খান। তিনি জানান, “আইন হাতে তুলে নিয়ে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অভিযুক্তদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।”

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, ঘটনার পর থেকে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং এলাকায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। প্রশাসনের কঠোর নজরদারিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

টাকা দিলেই হুবহু নকল পদক পাবেন, বাটপার আর কে রিপন এর প্রতারণার গল্প

কুমিল্লায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন: জেলা প্রসাসকের

নড়াইলে চোরের নিউজ করায় সাংবাদিকের বাড়ীতে হামলা ও লুটপাট, আহত ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল থেকে গাঁজা ও ব্যবহৃত বুলেট উদ্ধার

শেখ হাসিনার সুবিধাভোগী চক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে: রিজভী

সার্জারির টেবিলে পিনাকী ভট্টাচার্য, চাইলেন দোয়া

চাঁদাবাজের ছুরিকাঘাতেও পিছপা হননি এএসআই মেসবাহ, পাচ্ছেন পুরস্কার

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘুদের মানববন্ধন ও বিক্ষোভ

বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

সমন্বয়ক রিফাত রশিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নারী শিক্ষার্থীর