শুক্রবার , ১২ জুলাই ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় গ্যাস সংকটে গ্রাহকদের ভোগান্তি

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ১২, ২০২৪ ১:২১ পূর্বাহ্ণ
পঠিত: ২৫৪ বার

#এটা শুধু কুমিল্লা নয়,এটা জাতীয় সমস্যা-ব্যবস্থাপনা পরিচালক

#সমাধান না হলে গ্রাহকরা রাস্তায় নেমে যাবে-সনাক
#গ্যাস সংকটে কত কষ্টে আছি বলা মুশকিল-সাধারণ মানুষ

এ.এইচ.পারভেজ//

কুমিল্লা গ্যাসের নগরী হলেও এখন গ্যাস সংকটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার আবাসিক গ্রাহক। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) আওতাধীন এসব গ্রাহক প্রতি বছরই এমন সংকটে পড়েন। নগরীসহ আশপাশের বেশ কয়েকটি উপজেলার গ্রাহক দিনের অধিকাংশ সময়ই গ্যাস পাচ্ছেন না। কিন্তু ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ ভোক্তভুগীদের। শুধু বাসাবাড়িতে নয় সড়কে সিএনজি চালিত অটোরিকশাতেও গ্যাস সংকট দেখা দিয়েছে।

আবাসিক গ্রাহকদের মতে, এ সমস্যা বিজিডিসিএলের কারিগরি সমস্যা- যা সমাধানে আন্তরিকতার অভাব রয়েছে কর্মকর্তাদের। গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে চুলায় গ্যাসের প্রেসার একেবারেই কম থাকে। বেলা ২-৩টার দিকে আস্তে আস্তে বাড়তে থাকে। আবার সন্ধ্যায় প্রেসার কমে যায়। ফের বাড়ে রাত ৯টার দিকে। সাংসারিক গুরুত্বপূর্ণ সময়ে গ্যাসের প্রেসার না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।

জানা যায়, কুমিল্লা নগরীর টমসমব্রীজ, হাউজিং এস্টেট, বাগিচাগাঁও, রেইসকোর্স, বিষ্ণুপুর, ছোটরা, অশোকতলা, কালিয়াজুরি, পুলিশলাইন, ভাটপাড়া, আশ্রাফপুর, শাকতলা, চাঁনপুর, শুভপুর, চকবাজার, মোগলটুলি, রাজাপাড়া, সংরাইশ, নবগ্রাম, নলুয়াপাড়া, সুজানগর, পাথুরিয়াপাড়া, নুরপুর, তেলিকোনা, এবং চৌয়ারা, চৌদ্দগ্রামে বাতিশাসহ অনেক গ্রাম, বুড়িচংয়ের ময়নামতি, রামপুর ও আদর্শ সদর উপজেলার অনেক এলাকায় ভোর থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাসের চাপ খুবই কম থাকে। একই অবস্থা জেলার আরও অনেক উপজেলায়।

নগরীর চকবাজার এলাকার একটি হোটেলের মালিক মোস্তাফিজুর রহমান বলেন, আমার বাসায় গ্যাস না থাকায় খাবার রান্না হয়নি। পরে বাহির থেকে খাবার নিয়ে এসে খেয়েছি। আজ কোন রকম পার হলেও কাল কি হবে জানিনা।

নগরীর বাগিচাগাঁও স্টেশন রোড এলাকার বাসিন্দা মিজান বলেন, আমি অনেক ভুক্তভোগী। বেশ কয়েক বছর ধরে এ সংকট মোকাবেলা করছি। সকালে শুকনো খাবার খেয়ে বাচ্চারা স্কুলে যায়, দুপুরে বাসায় ফিরেও গ্যাস সংকটের কারণে খাবার খেতে পারছে না।

নগরীর কোটবাড়ি এলাকার মোজাহের ইসলাম বলেন, বাসায় তেমন আসা হয় না। শুনতাম পরিবারের সবাই নাকি প্রায় সময় বাহির থেকে খাবার এনে খেতে হয়। আজ অনেকদিন পর বাসায় এসে দেখি ঠিকইতো গ্যাসের দেখা নাই। বিকাল হওয়ার পর নিভু নিভু করে চুলা জ্বলে। এভাবে হলে কিভাবে খাবার রান্না করা যাবে। মাসে মাসেতো গ্যাস বিল দিয়ে যাচ্ছি। সেবা তো পাচ্ছি না।

আলেখারচর এলাকার আবুল হোসেন বলেন, কি যে কষ্টে আছি বলা মুশকিল। নিয়মিত গ্যাসের বিল প্রদান করি, অথচ ঠিকমতো গ্যাস পাচ্ছি না। প্রবাস থেকে এসে বউয়ের হাতের রান্না খাব, অথচ গ্যাস না থাকায় হোটেল থেকে বাবুর্চির হাতের রান্না খেতে হচ্ছে। বেশ কয়েক বছর ধরে গ্যাসের এ সংকট সমাধান করছে না কর্তৃপক্ষ।

এদিকে সময়মতো গ্যাস না পেয়ে কেউ কেউ কেরোসিনের চুলায় রান্না করছেন। অনেকে আবার সিলিন্ডার ব্যবহার করছেন। কেউ কেউ হোটেল থেকে খাবার এনে খাচ্ছেন। এভাবে বিকল্প ব্যবস্থা করতে গিয়ে বিপুল অর্থও ব্যয় করতে হচ্ছে আবাসিক গ্রাহকদের।

সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি রোকেয়া বেগম শেফালী বলেন, গ্যাস সংকটের জন্য কুমিল্লা নগরীর মানুষ অনেক বছর ধরে কষ্ট করছে। এই সংকট কবে সমাধান দিবে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। তা আদৌ আমার জানা নেই। গ্যাস সংকটের সমাধান গ্রাহকরা না পেলে তারা রাস্তায় নেমে যাবে। তখন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, কর্ণফুলীতে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। এটা জাতীয় সমস্যা। আশাকরি শীগ্রই ঠিক হয়ে যাবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

ভারতের দখলে থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি

কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে পান বোঝাই পিক-আপ থেকে ৫৪,০০০ ইয়াবা উদ্ধারসহ, চালক আটক

টাকা দিলেই হুবহু নকল পদক পাবেন, বাটপার আর কে রিপন এর প্রতারণার গল্প

সদর দক্ষিণে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস  উদ্‌যাপন

সূচিসহ ১৭৯ জন এজাহার ভূক্ত ও অজ্ঞাত ২৪০থেকে ২৬০ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় প্রেসক্লাব থেকে ধাওয়া খেয়ে পালালেন ফেনীর মিনার চৌধুরী

কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

বাহার ও সূচনাসহ ১৭৭জন ও অজ্ঞাত ২০০-৩৫০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের

যদি একটা চুলও বাঁকা করতে পারো– ধানমন্ডিতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, অভিযুক্ত আশরাফুল গ্রেপ্তার