
কুমিল্লা নগরীর কুমেক মেডিকেল ঢুলিপাড়ায় অবস্থিত নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। আজ এই নিরাময় কেন্দ্রে কাজী সোহেল নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
নিহত কাজী সোহেল জেলার বরুড়া উপজেলার ১০ নং উত্তরশীল মুড়ি ইউনিয়নের লতিফপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
নিহত কাজী সোহেলের বড় বোন মাসুদা বেগম জানান, আমার ভাই কাজী সোহেলকে তিন মাস ১২ দিন আগে কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।
শুক্রবার দুপুরে (২৩মে) আমার ভাইকে ওই নিরাময় কেন্দ্রে দুপুরের খাবার দাবার খাইয়ে আমরা বাড়ি চলে যাই।
বিকেলে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে আমার ভাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের খবর দেয়া হয়। খবর পেয়ে আমরা দ্রুত ওই নিরাময় কেন্দ্রে ছুটে আসলে এখানের শত শত লোকজনের উপস্থিতিত দেখি।
আমার ভাইকে নিরাময় কেন্দ্রের লোকজন মেরে ফেলেছে মর্মে প্রতিবাদ করলে নিরাময় কেন্দ্রের লোকজন আমাদের উপর হামলা চালায়। রাত পৌনে দশটায় কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুর ইসলাম জানান, নিহতের লাশ ঘটনাস্হলে রয়েছে এবং কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ও ঘটনা স্থলে আছে।
তবে ঘটনাস্হল সদর দক্ষিণ থানা এলাকায় ফলে এ বিষয়ে সদর দক্ষিণ থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক সাগর’কে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, সোহেলসহ সবাই দুপুরের খাবার খেয়ে ঘুমাচ্ছিল সে গলায় গামছা পেছিয়ে ফাঁস দেয়। আমরা তাকে উদ্ধার করে কুমেক হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সোহেল ৩ মাস ২ দিন এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আজ তার পরিবারের সাথে স্বাক্ষাত ছিল। প্রতিবেদক প্রশ্ন করলেন যে, এতো নিরাপত্তার মধ্যে সে কিভাবে ফাঁস দিল তখন তিনি আর কথা না বলে ফোন কেটে দেন। এই ব্যাপারে সদর দক্ষিন মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান আমরা ঘটাস্থলে এসেছি পরিবার থেকে মামলা করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।