শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
পঠিত: ৭৯ বার

১৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮.০০ মিনিটে কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন নিমসার এলাকায় এশিয়া ট্রান্সপোর্ট বাসে তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ ০২ নারীকে আটক করা হয়।

কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক চৌধুরী ইমরুল এক খুদেবার্তায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে এশিয়া ট্রান্সপোর্ট বাস তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়।
তিনি আরো জানান যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নারীদেরকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন মাদক ব্যবসায়ীরা।
আটককৃত দুই নারী হল – কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মুরাদপুর এলাকার মৃত চারু মিয়ার মেয়ে রুনু আক্তার (৩৭) ও হারুন স্কুল গাংচর এলাকার মৃত সুমন মিয়ার মেয়ে এবং রাব্বি হোসেনের স্ত্রী আঞ্জুমান আক্তার সুমাইয়া (২০)।

উক্ত আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ডিএনসির উপ-পরিচালক চৌধুরী ইমরুল জানান মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত