শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন: র‍্যাবের অভিযানে তিন পাহারাদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
পঠিত: ৪৬ বার

কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে বিদেশী কুকুর লেলিয়ে নির্মম নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে দেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১১ জানায়, ভুক্তভোগী জয় চন্দ্র সরকার (৩০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণু চন্দ্র সরকারের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লার বুড়িচংয়ের সাহেববাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ভাঙ্গারির ব্যবসা করছিলেন। গত ১৯ সেপ্টেম্বর দুপুরে বুড়িচংয়ের দেবপুর সাকিনে সাকুরা স্টীল মিলে তাকে আটক করে প্রথমে শারীরিক নির্যাতন করা হয়। পরে বিদেশী দুটি কুকুর লেলিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রেফতারকৃতরা হলো— ১. মোঃ শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাসিন্দা। ২. মোঃ আল আমিন ওরফে লিপু (৩৬), মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। ৩. মোঃ সজিব হাওলাদার (২৬), বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা।

তাদের সবার বর্তমান ঠিকানা কুমিল্লার বুড়িচং উপজেলার কাটাজাঙ্গাল এলাকা, যেখানে তারা সাকুরা স্টীল মিলে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, এর আগে ১২ সেপ্টেম্বর একই মিল থেকে তামার তার চুরি হয়। এরপর থেকেই পাহারাদাররা সন্দেহভাজনদের ধরার অপেক্ষায় ছিল। জয় চন্দ্র সরকার সেখানে প্রবেশ করলে তাকে চোর ভেবে আটক করে এ অমানবিক নির্যাতন চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বুড়িচং থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় শিশু ধর্ষণ (ঝুমুর) হত্যার আজ এক বছর

কুমিল্লার চৌদ্দগ্রামে একাধিক দোকানে অভিযান ও অর্থদন্ড

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দেওয়াল নির্মাণের অভিযোগ

কুমিল্লায় বুড়িচং এ কৃষকের কাছে চাঁদাদাবি ২ এনসিপি নেতার বিরুদ্ধে,  রিপোর্ট করায় প্রতিবেদক”কে হুমকি

দ্রুত নির্বচানের দাবি জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

কুমিল্লা সদর দক্ষিনে গোলাম সারওয়ার ও আব্দুল হাই বাবলুসহ ৯৬ জন ও অজ্ঞাত ১৫০-২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

হয়রানী করতে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসলাম ক্ষমতায় গেলে নারীরা মর্যাদা ও নিরাপত্তা পাবে- ডা. শফিকুর রহমান

 এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১০ আগস্টের মধ্যে