
গত ২৬ তারিখ ২০২৫ তারিখে কুমিল্লার মুরাদনগর এক হিন্দু নারীকে দরজা ভেঙে ধর্ষনের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের সিলেটের সাবেক এমপি হায়দার আলী গতকাল ২ জুন মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় যে, বাংলাদেশে বিচার বহির্ভূত আইন নিজের হাতে তুলে নিয়ে নৈরাজ্য চলছে। ওই মামলায় তিনি পুলিশের সহ আইনশৃংখলার অবনিতে প্রসঙ্গসহ সারা দেশে ধর্ষনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন।
সিলেটের সাবেক এমপি নেদারল্যান্ডসের দি হেগে তে মামলার আবেদন করলে বিচারক দ্যা হেনেস্টিন দিয়াহো ধর্ষণের ভিডিও ফুটেজ সংগ্রহ তত্ত্ব উপাত্ত পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশে নিযুক্ত হিউম্যন রাইটস সহ এমিনিউ কমিনিটিকে তদন্তভার প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেন।
তার সাথে আইনশৃঙ্খলা বাহিনী এবং মব জাস্টিসের কারণ উল্লেখ করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রধান করেন।