
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পল্ডার পাড় এলাকার মৃত শহিদ প্রকাশ দেলু মিয়ার ছেলে বশির আহম্মেদ মানুষকে ইউরোপসহ ভিবিন্ন দেশে নিয়ে যাওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছে সংবাদকর্মীরা।
উক্ত সংবাদ পেয়ে সরজমিনে গিয়ে তার বাড়িতে তাকে পাওয়া যায় নি। কিন্তু স্থানীয় কয়েকজন নাম প্রকাশ্যে অনিচ্ছুক গণ্যমান্য লোকদের সাথে কথা বলে জানাযায় বশির দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে জড়িত। মধ্য প্রাচ্য লোকদের নিয়ে যাবে বলে দুই নাম্বারি করে টাকা হাতিয়ে নিয়েছে। পশ্চিম পাড়ার রফিক মিয়া বলেন প্রত্যেকদিন কেহ না কেহ বাড়িতে আসে টাকা পাবে এই জন্য। জানাযায় তার অত্যাচারে তার বাবা মৃত্যু বরণ করেছে কিছুদিন পূর্বে।
এলাকার মানুষ আরো বলেন দীর্ঘদিন সে প্রতারণা করে মানুষদেরকে ঠকিয়ে যাচ্ছে।
বরুড়া উপজেলার এক ভুক্তভোগীর সাথে কথা বললে তিনি জানান সে আমাকে ইউরোপ নেওয়ার কথা বলে ৭ লক্ষ টাকা নিয়েছে আর বাকি টাকা কাজ হওয়ার পর দিতে বলছে আজ প্রায় দুই বছর হয়েছে কিন্তু আমি যেতে পারলাম না, তাকে ফোন দিলেও রিসিভ করেন না।
আমি এখন সর্বস্ব হারিয়ে নিস্ব।
এমন অভিযোগের প্রেক্ষিতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোনটি রিসিভ করেন নি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা প্রসাসক আমিরুল কায়সার বলেন আমরা খবর পেয়েছি, মানব পাচারের সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আনা হচ্ছে,
আমরা খবর পেয়েছি বশির আন্তর্জাতিক মানব পাচারের সাথে জড়িত এবং সে দেশে বসে নীরিহ মানুষকে টার্গেট করছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করছি।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন মানুষদেরকে বিদেশে নেওয়ার কথা বলে সাধারণ নিস্ব করছে একটি চক্র এমন এই চক্রের মূলহোতা বশিরকে আটক করার জন্য জেলা গোয়েন্দা পুলিশ সহ র্যাবকে নির্দেশ প্রধান করা হয়েছে।
সিরিজ রিপোর্ট -০১