মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিন পুলিশের চৌকস টিমের অভিযানে ০৯টি ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেফতার।

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ৯, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ
পঠিত: ১৩১ বার

নিজস্ব প্রতিবেদক //

গত কয়েকদিন যাবৎ কুমিল্লা সদর দক্ষিন থানার আওতাধীন ভিবিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।
গত ০৩ জুন গভীর রাতে ১.৩০ মিনিটের কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন রামচন্দ্রপুর আব্দুল হামিদের বাড়িতে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে ০৩/০৬/২৪ তারিখে সদর দক্ষিণ মডেল থানায় একটি ডাকাতি মামলা করে। মামলা নং -১৩ ধারা ৩৯৫ / ৩৯৭, মামলা রুজু করা হয়।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূঁইয়ার নির্দেশে এবং সার্বিক দিকনির্দেশনায় একটি চৌকস টিম গঠন করা হয়।
০৮ জুলাই, মামলার তদন্তকারী অফিসার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মামলায় সাথে জড়িত ০২ জন আসামীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো ১। বাঙ্গরা বাজার থানার হাটাশ (বড় মসজিদ ওয়ালা হাজী বাড়ী) এলাকার আব্দুল বারেক এর ছেলে জীবন মিয়া জিবু(৪৫), জেলাঃ কুমিল্লা, ২। চান্দিনা থানার পানিপাড়া গ্রামের (ঈদগাহ বাড়ি সংগলগ্ন মিজানুর রহমানের ছেলে আল-আমিন(৩৪), জেলা কুমিল্লা।

পুলিশ জানায় তাদেরকে জিজ্ঞাসাবাদে ২ জন আসামী জানায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুর্ধর্ষ ডাকাত। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে উক্ত আসামীদ্বয় বর্ণিত মামলার ডাকাতির ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে। সদর দক্ষিন মডেল থানার পুলিশ আরও জানায় যে, গ্রেফতারকৃত আসামী জীবন মিয়া জীবু ডাকাতের বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ডাকাতি মামলা সহ ০৯টি মামলা রয়েছে । আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন ডাকাতদের ধরতে উক্ত অভিযান অব্যাহত আছে।

 

 

 

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বুড়িচং এ ভূয়া ভূমিহীন সনদ দিয়ে বাকশালীমুল ইউপি চেয়ারম্যান আবদুল করিমের বিরুদ্ধে খাস জমি পাইয়ে দেওয়ার অভিযোগ

বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই: কুমিল্লা জেলা প্রশাসক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হত্যা করলো ছাত্রদল কর্মীকে

কুমিল্লা সদর দক্ষিণে ভূয়া দরবেশ সেজে মানুষের সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ গ্রেফতার ০৪

কুমিল্লায় নির্বাচনী এলাকা পুনঃবহালের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুমিল্লায় সাবেক এমপি আ ক ম বাহার এবং সিটি মেয়র সূচিসহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ডিবি পুলিশের গরু ডাকাতি

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত  অন্যতম ডাকাত  গ্রেফতার

লালবাগে যৌথবাহিনীর অভিযানে মাদক সহ বিভিন্ন মামলার ০৯ জন গ্রেফতার