মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেবিদ্বারে বাশঁ দিয়ে প্রতিবেশির রাস্তা বন্ধ করে অবরুদ্ধের চেষ্টা;থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
অক্টোবর ১৫, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
পঠিত: ২৭ বার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার দক্ষিন রসুলপুর গ্রামে গত এক মাস ধরে ছয় সদস্যের একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার চেষ্ঠার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাচ্চু মিয়ার ছেলে মোঃ মাঈনউদ্দিন(৪৫)এর বিরুদ্ধে। এ ঘটনায় মোসা.জরিনা বেগম নামে এক ভূক্তভোগী দেবিদ্বার থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷
স্থানীয় সুত্রে জানা যায়,জমি সংক্রান্ত জেরে গত এক মাস ধরে চলাচলের রাস্তায় বাশেঁর বেড়া দিয়ে যাতায়াতের বিঘ্ন ঘটাচ্ছে। স্থানীয় জাহের মিয়ার ছেলে মোঃ আলমের ছয় সদস্যের পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য একমাত্র শৌচাগারের রাস্তা বন্ধ করে রেখেছে সে৷ এ নিয়ে বিভিন্ন সময় সামাজিক ভাবে শালিসী বৈঠকের চেষ্টা করা হলেও মাঈনউদ্দিনের এক রোখা স্বভাবের কারনে কোনো সমাধানে যেতে পারেনি স্থানীয়রা৷
ভূক্তভোগী জরিনা বেগম অভিযোগ করে বলেন, ছয় জন সদস্য নিয়ে আমাদের পরিবার, মাঈন উদ্দিন জোরপূর্বক ভাবে আমাদের জায়গায় বাশেঁর বেড়া দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি ও কোনঠাসা করার চেষ্টা করে যাচ্ছে৷ আমি সুষ্ঠ বিচার চাই৷
অন্যদিকে মাঈনউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানায়, বিভিন্ন সময় অনেক আশ্বাস দিয়ে বিষটি কোনো সমাধান করে নাই৷ আমার লোক আছে, তাই বাশঁ দিয়ে বেড়া দিয়েছি।
রসুলপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আনিসুর রহমান সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নোটিশের মাধ্যমে দীর্ঘদিন সমাধানের চেষ্ঠা করেও সম্ভব হয়নি৷ মাঈনউদ্দিনের বেপোরোয়া আচরনের কারনে বিষয়টি সমাধান সম্ভব হয়নি।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি(তদন্ত) শাহিনুর ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি।পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‍্যাব ১১এর অভিযানে ৮৯ কেজি গাঁজা’সহ আটক ২

ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আমিন ও সাধারণ সম্পাদক হাবিব।

চৌদ্দগ্রামে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ অন্তত ২০ নেতা কর্মীর বাড়ি ঘর ভাঙ্গচুর

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি, সীমিত থাকবে জনসেবা

‘তাদের সমন্বয়ে গঠন হোক বিশেষায়িত উইং’

হত্যা মামলার ছদ্ধবেশি আসামি চট্টগ্রামে আটক

কুমিল্লায় কিশোর গ্যাং সিবিকে ও র-স্কোয়াড গ্রুপের আরো ১২ সদস্য গ্রেফতার

ভাংচুর ও লুটপাট এর অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক ১৪ জনকে আটক

কুমিল্লায় ২৪৭ বোতল ফেন্সিডিল’সহ আটক এক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি আবু সালেহ ও সম্পাদক সোহেল