বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সন্ধান মিলেছে

ঢাকা আউটলুক ডেস্ক :
মে ৩০, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ
পঠিত: ২৭৮ বার

নিজস্ব প্রতিবেদক//

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার সন্ধান মিলেছে। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ গৃহে ফিরেছেন তিনি। নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর বৃহস্পতিবার (৩০ মে) সকালে তিনি নারায়ণগঞ্জের হাইওয়ে থানা পুলিশের কাছে গিয়ে সহায়তা চান। এ সময় তিনি অপহরণ ও ছিনতাইয়ের শিকার হয়েছিলেন বলে দাবি করেন।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে স্বামীসহ তিনি নারায়ণগঞ্জ থেকে বিজয়নগরের উদ্দেশে রওয়ানা হয়েছেন। ফেরার সময় তাদের সঙ্গে বিজয়নগর থানা পুলিশও রয়েছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রীতি খন্দকারের খোঁজ পাওয়ার বিষয়টি তারা বৃহস্পতিবার সকালে শুনতে পান। পরে নারায়ণগঞ্জে পুলিশ পাঠানো হয়। প্রীতি খন্দকারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।

প্রীতি খন্দকার জানান, গত মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার হরষপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুই নারী এসে মাদরাসায় যাওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘আমাকে একটি পান খেতে দেওয়া হয়। পান খাওয়ার পর থেকেই কিছু মনে নেই।’

তার দাবি, বৃহস্পতিবার সকালে একটি কালো গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। এ সময় তিনি জানতে পারেন এটি নারায়ণগঞ্জ। পরে তিনি পুলিশের সহযোগিতা চান। পুলিশের মাধ্যমে তিনি স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

প্রীতির স্বামী মাসুদ খন্দকার অভিযোগ করেন, অপহরণ করার পর তার স্ত্রীকে নানাভাবে হুমকি দেওয়া হয়। অপহরণকারীরা তার পরিবার সম্পর্কে সবকিছু জানে। তিনি বলেন, অপহরণকারীরা প্রীতির কাছ থেকে টাকা ও স্বর্ণ নিয়ে গাড়ি থেকে রাস্তায় ফেলে রেখে যায়। পুলিশের সহায়তায় প্রীতি রক্ষা পেয়েছেন। তাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে।

উদ্ধারের আগে মাসুদ খন্দকার অভিযোগ করেছিলেন, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান।

গত মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুইজন সহযোগী নিয়ে নির্বাচনী প্রচারণায় যান প্রীতি খন্দকার। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার চালানোর সময় তিনি একটি বাড়ির ভেতরে ভোটারদের সঙ্গে কথা বলছিলেন। কিছু সময় পার হলেও বের হচ্ছে না বিধায় সঙ্গে থাকা দুজন নারী ভেতরে যান। সেখানে গিয়ে তাকে আর পাওয়া যায়নি। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে অবগত করা হয়। পরে তিনি এ বিষয়ে থনায় জিডি করেন। স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলে মৌখিকভাবে অভিযোগ করেন তার স্বামী।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম গণমাধ্যমকে জানান, ওই নারী নিজেই এসে পুলিশের সহায়তা চায়। নিজেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী বলে পরিচয় দেন। এরপর বিষয়টি পরিবারের পাশাপাশি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

চলন্ত ট্রেনে মোবাইল চুরির অপবাদে হত্যা চেষ্টা, ভাইরাল ভিডিও এর ব্যাক্তি জীবিত

ভূমিকম্পে কাঁপল কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান, রিখটার স্কেল ৪.১

পৈত্রিক সম্পত্তি সন্ত্রাসী দিয়ে দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় নবনির্মিত ৭ ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ০১।

কুমিল্লায় ২৪৭ বোতল ফেন্সিডিল’সহ আটক এক

ঢাকায় নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সময় এলে প্রতিশোধ নেবে ইসরায়েল

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে তরুণকে গণপিটুনি, পুলিশের ওপর হামলা

কুমিল্লায় নিউ যত্ন মাদক নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যু, পলাতক পরিচালক সাগর