বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ হত্যার বিচার কেনো হবে না! 

নিজস্ব প্রতিবেদক:
জুন ১২, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
পঠিত: ১০৯ বার

শুরুটা জুলাই ২০২৪।তথাকথিত সসস্ত্র অভুত্থান চলমান।মেরে মেরে জীবনটা কেড়ে নিয়েও ক্ষান্ত থাকেনি বিপ্লবীরা।মরা লাশটার চোখ উপড়ে ফেলা হলো।ছুরি কাচির খোচায় খুচিয়ে খুচিয়ে চেহারা বিকৃত করে মৃত পুলিশ সদস্যকে শনিরআখরা ফুওভার ব্রীজে ঝুলিয়ে দেয়া হলো।৫ ই আগস্ট ২০২৪ নিজ চোখে কমপক্ষে ৩০-৩৫ টি পুলিশের পোশাক পরিহিত লাশ ঝুলতে দেখেছি যাত্রাবাড়ি থানার গেইটে।

এরকম সারা বাংলাদেশের থানা গুলোতেই পুলিশের উপর নারকীয় হত্যাকাণ্ড চালায় জুলাই যোদ্ধারা।৫ ই আগস্টে শেখ হাসিনার দেশ ছাড়ার খবরটা স্পষ্ট হলে এয়ারপোর্টে ডিউটিরত এপিবিএন এর সদস্যরা দৌড়ে পালিয়েছিলো জীবন রক্ষার্থে।

যাইহোক নয়া সরকাররে নয়া বন্দোবস্তে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে।অনেক মিমাংসিত বিষয়াদি কবর থেকে তুলেও বিচার করতে দেখা গেছে।৫০-৬০ জন বিডিআর সদস্যদের বিচার নিয়েও আহাজারি চলমান।

কিন্তু পুলিশের বিচার নিয়ে কোনো আওয়াজ নেই।পুলিশের রক্ত রক্ত না।পুলিশের জীবনের দাম নেই।পুলিশ মরলে কেউ কাদেঁনা।পুলিশের কোনো স্বজন নেই।পুলিশের কোনো পরিবার পরিজন নেই।সোজা কথা পুলিশের বাংলাদেশে বেচেঁ থাকার অধিকারই নেই।

এদেশে শুধু রাজাকারের নাতী- পুতেরাই পুতেরাই থাকবে।আবার ক্ষমতার পালাবদল ঘটলে লীগ নেতাদের তোষামোদকারীরাই পূর্ন ক্ষমতা নিয়ে জয় বাংলার জ্যাকেট পরে দেশসেবা করে বেড়াবে।

স্বজন হারানো পুলিশ পরিবারগুলির বিচার পাওয়া তো দূরের কথা বিচার চাওয়ার সুযোগটাই হয়তো হবেনা।

গত ৫ আগস্ট ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত পুলিশকে কিলিং করেছে শিবির নামক এননিপির নেতারা। তখনই নতুন সরকার ডক্টর ইউনুস ইন্ডোমিনিটি  চালু করে  পুলিশ হত্যার এর বিরুদ্ধে কোন মামলা না নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন কিন্তু ছাত্র সমন্বয়করা যারা রয়েছেন শিবিরকর্মীরা তারা একের পর এক মামলা দিয়ে যাচ্ছেন এবং করা যাচ্ছেন মামলা বাণিজ্য।  

তাহলে ইউনূস সরকার কার তোষামোদি করছে তা আর বুঝার বাকি রইলো না। 

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের সংঘর্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব আহত

মা, বাবা ও ভাইয়ের কবরের পাশে শায়িত হলেন তোফাজ্জল

বৃষ্টির পানি আটকিয়ে ভেঙ্গে গেছে বসত ঘর, বিপাকে পরিবার

নাঙ্গলকোটে গণধর্ষণের আসামী র‌্যাবের হাতে আটক

পাচার হওয়া অর্থ উদ্ধারের দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর আহসান এইচ মনসুর,  তবে নিজেই কি জড়িত টাকা পাচারের সাথে?

দুই মণ গাঁজা ও ০১ টি প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক

র‍্যাব-১১ এর অভিযানে মাদক মামলার ০৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ছোট সাজ্জাদ পুলিশ”কে গুলি করে পালায়, আশঙ্কাজনক-০২, স্ত্রী” কে দিয়ে ৩পুলিশ সহ ৬ জনের বিরুদ্ধে মামলার রহস্য উদ্ঘাটন

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো কুমিল্লা সরকারি সিটি কলেজ

কুমিল্লায় র‍্যাব-১১ এর পৃথক দুইটি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার