সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের ‘সমালোচনা’: এক সহকারী কমিশনার প্রত্যাহার

অনলাইন ডেস্ক :
অক্টোবর ৭, ২০২৪ ৩:৫০ পূর্বাহ্ণ
পঠিত: ১২১ বার

লালমনিরহাট জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে; যিনি অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসেছিলেন।

আগের দিন ফেইসবুকে পোস্ট দেওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির পোস্ট ছড়িয়ে পড়লে পরদিন রোববার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

রোববার তার ওই পোস্ট ছড়িয়ে পড়ার পর বিকালেই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে (সহকারী সচিব) বদলি করা হয়, যা ‘অবিলম্বে’ কার্যকর করার কথা আদেশে বলা হয়।

তবে বদলির আদেশে ফেইসবুক পোস্টের বিষয়ে কিছু বলা হয়নি।

যোগাযোগ করা হলে উর্মি গণমাধ্যমকে  বলেন, “হ্যাঁ, ওটা আমার স্ট্যাটাস। আমিই দিয়েছি।”

তার পোস্ট নিয়ে আলোচনা শুরু হলে তিনি তা পরে ‘অনলি মি’ করে রেখেছেন এবং তার ফেইসবুক প্রোফাইল লক করে রেখেছেন।

লালমনিরহাটের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট শনিবার তার ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের উদাহরণ তুলে ধরে বলেন, ”কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”

রোববার বিকালে লালমনিরহাট জেলার ডিসি এইচ এম রকিব হায়দার গণমাধ্যমকে  বলেন, “উনি আমাদের টিমে সবচেয়ে কনিষ্ঠ অফিসার। তাকে সরাসরি এই ধরনের স্ট্যাটাস নিয়ে জিজ্ঞেস করতে পারি না। তারপরও আমি আকার ইঙ্গিত জিজ্ঞেস করেছিলাম। তিনি স্পষ্ট উত্তর দিয়েছে যে, এটা তারই স্ট্যাটাস। এখন আমরা এটার জন্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।”

গত ৫ অগাস্ট ক্ষমতার পালাবদলের পর ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে প্রশাসন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুগত কর্মকর্তাদের বাদ দিয়ে সেখানে ব্যাপক রদবদল হচ্ছে।

এ রদবদলের মধ্যেই অন্তত তিনজন সচিবকে নতুন করে নিয়োগ দেওযার পর আওয়ামী লীগ ‘অনুগত’ হিসেবে আবার তাদের প্রত্যাহারের ঘটনাও ঘটেছে।
সূত্র: বিডিনিউজ২৪.কম
Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকের নামে গায়েবি মামলা: ঘটনাস্থল খাগড়াছড়ি, আসামি চট্টগ্রামের

পৈত্রিক সম্পত্তি সন্ত্রাসী দিয়ে দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা

ঢাকা ওয়াসায় আউটসোর্সিং কর্মী নিয়োগে দুর্নীতি: সিবিএ নেতাদের বিরুদ্ধে শত কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ

বর্তমান সরকারের রেজিমে সাংবাদিক নির্যাতন পরিকল্পনা কি! 

বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন ত্যাগি নেতা কর্মীরা হতাশ

কুমিল্লায় পাওনা টাকা নিয়ে সালিশ চলাকালে ছুরি দিয়ে যুবককে হত্যা আহত তিন

হয়রানী করতে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লায় ঈদুল ফিতরকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান