বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারী থানার ওসির বিরুদ্ধে সাংবাদিককে হুমকি ও গ্রেফতার করার অভিযোগ

আব্দাহিয়ুর রহমান আপেল:
জানুয়ারি ২, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ
পঠিত: ৮২ বার

কুড়িগ্রামের পুলিশ সুপার, ডিবি ইন্সপেক্টর, কুড়িগ্রাম থানার ওসি ও ভূরুঙ্গামারী থানার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আরিফ। অভিযোগে বলা হয়েছে, ওসির বিরুদ্ধে সংবাদ প্রচার করায় তাকে একটি রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে জেল হাজতে পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, “দৈনিক গণকণ্ঠ” পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব, ভূরুঙ্গামারী শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ১৬ ডিসেম্বর ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলামের বিরুদ্ধে “জিডির কপিতে বাদীকে লিখতে বাধ্য করে, আপাতত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এই সংবাদটি একাধিক জাতীয় দৈনিকেও প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর, ক্ষিপ্ত হয়ে ভূরুঙ্গামারী থানার ওসি তাকে হুমকি দিয়ে থানায় ডাকেন। সাংবাদিক থানায় না যাওয়ায়, ১৭ ডিসেম্বর রাত ১১.০০ টার দিকে সিভিল পোশাকে ডিবি পুলিশের সদস্যরা তাকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত আল্পনা টেলিকম থেকে কুড়িগ্রাম থানায় তুলে নিয়ে যান। পরে, তাকে কুড়িগ্রাম থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে সারারাত আটক রাখার পর, ১৭ ডিসেম্বর বিকেল ২ টায় তাকে গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

এছাড়া, অভিযোগে বলা হয়েছে যে, সাংবাদিকের মোবাইল ফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে পুলিশ সদস্যরা তাকে মানসিক ভাবে চাপ দিতে থাকে এবং তাকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। ডিবি পুলিশের সদস্যরা বলেন, “তুই পুলিশের বিরুদ্ধে নিউজ করিস, তুই সাহস কোথা থেকে পেলি?” এছাড়াও, সাংবাদিককে রাজনৈতিক ভাবে ফাঁসিয়ে দেয়ার জন্য তাকে আক্রমণ করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক আরো জানান, তিনি একজন পরিচিত সাংবাদিক ও রাজনৈতিক সংগঠক হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সাথে যুক্ত। তিনি ২০১৮ সালের উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং সম্প্রতি জিয়া সাইবার ফোর্স ভূরুঙ্গামারী কমিটির সভাপতি পদে তার জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এসব কারণে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

এ ঘটনায় সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আরিফ তার জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তার পরিবারের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের হুমকির কারণে তার সহকর্মী সাংবাদিকদেরও ভয় দেখানো হচ্ছে। তিনি এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার, ডিবি ইন্সপেক্টর, ওসি কুড়িগ্রাম সদর থানা ও ভূরুঙ্গামারী থানার ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আরও জানান, তিনি ন্যায়বিচারের জন্য “প্রধান উপদেষ্টা”, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়”, “ডিএন্ডপিএস”, “রংপুর ডিআইজিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন, কারণ তিনি মনে করেন, কুড়িগ্রামে নিরপেক্ষ বিচার পাওয়া কঠিন। তিনি দ্রুত এবং ন্যায়ের ভিত্তিতে এই ঘটনার বিচার চেয়েছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‍্যাব এর অভিযানে ৭০ কেজি গাঁজা’সহ আটক ০১

কুমিল্লায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশী মদসহ আটক এক

কুমিল্লা মনোহরগঞ্জে যুবদল কর্মীসভা অনুষ্ঠিত

কুমিল্লার বরুড়ার ১৩ নং আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের ভোগান্তির শেষ নেই।

অবৈধ ড্রেজারের পাইপ ভাঙ্গলেন এসিলেন্ড, মামলা কৃষক”র বিরুদ্ধে, চার্জশিটে অনিয়ম ক্ষমতাধর সার্কেল এসপি ও তদন্ত কর্মকর্তা”র বিরুদ্ধে

দেশের ১০ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

কোটাবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

আলোকিত তারুণ্য সংগঠন ও আব্দুল্লাহ মেডিকেল সার্ভিসের উদ্বেগে ফ্রী মেডিকেল ক্যাম্পিং এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা সদর দক্ষিন উপজেলায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রিকরনে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

সোহরাওয়ার্দী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা