বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে আকাশ পথে মানবপাচারে প্রায় সাড়ে ৪০০ সক্রিয় সিন্ডিকেট

বিশেষ প্রতিনিধি :
এপ্রিল ২৩, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
পঠিত: ৮৩ বার

আকাশপথে মানবপাচারে দুইটি এয়ারলাইন্সের সম্পৃক্ত পেয়েছে সিআইডি। কর্মকর্তারা বলছেন, মানবপাচারে প্রশাসনের কিছু কর্মকর্তার যোগসাজশও রয়েছে। ধাপে ধাপে মানবপাচার হওয়ায় দালালসহ দুই-তিন ধাপের পাচারকারীর ব্যাপারে তথ্য পাওয়া গেলেও অধিকাংশ ক্ষেত্রে মূলহোতারা আইনের আওতায় আসে না। পাচারকারী মূলহোতাদের একটি বড় অংশ পরিবার নিয়ে বিদেশেই অবস্থান করেন। অকাট্য তথ্য-প্রমাণাদির অভাবে রাঘববোয়ালদের চার্জশিটভুক্ত আসামি করা যায় না বলে জানিয়েছেন মানবপাচার সংক্রান্ত মামলার তদন্তকারী একাধিক কর্মকর্তা।

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: মানবপাচারের ঘটনায় উচ্চপদস্থ সরকারি কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জাতীয় গোয়েন্দা সংস্থাসহ ইমিগ্রেশন কর্মকর্তাদের ব্যাপারে অভিযোগ তুলে বলা হয়েছে, তারাই মানবপাচারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে চলছে।এর বিনিময়ে কামিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ইতোমধ্যেই দুদকসহ সরকারি বিভিন্ন সংস্থায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগও দাখিল করেছেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি। ভুক্তভোগী মানুষজন বিভিন্ন দেশে বন্দী থাকাবস্থায় লিখিত অভিযোগ পাঠিয়ে জানিয়েছেন, ইমিগ্রেশন কর্মকর্তা জয়নাল মিয়া, তানভীর হোসেন এবং জাতীয় গোয়েন্দা সংস্থার রাফায়েত উল্যাহ নামের একজন পরিচালক, র্যা ব, সিআইডির একাধিক কর্মকর্তা সমন্বয়ে একটি সিন্ডিকেট এ মানবপাচার কর্মকাণ্ডে সরাসরি সম্পক্তৃ রয়েছে। বর্তমান অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসার পর এই সিন্ডিকেটের মানবপাচার কর্মকাণ্ড চলছে বাধাহীনভাবে।
সংশ্লিষ্ট ভুক্তভোগীরা আরো জানিয়েছেন, যে কোনো ব্যক্তিকে পাচারকারীরা বিমানবন্দরে নিয়ে গেলেই তাদেরকে নির্দিষ্ট দেশে পাঠিয়ে দেওয়ার যাবতীয় দায়িত্ব পালন করে থাকে সিন্ডিকেড। সেখানে পাসপোর্ট, ভিসায় ত্রুটি বিচ্যুতিও তখন আর বাধা হয়ে দাড়ায় না। বরাবরই মানবপাচারে জড়িত ছিলেন সাবেক মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা সিন্ডিকেট গড়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের হয়রানি থেকে পাচারে বাধাদানকারীরাও রেহাই পায়নি। এখন প্রশাসনিক কর্মকর্তাদের সিন্ডিকেট সরব হয়ে উঠেছে। এদিকে মানবপাচারকারী সিন্ডিকেটের মূল হোতাদের রক্ষা করতে প্রতিটি মামলা ভিন্নখাতে প্রবাহের অভিযোগ উঠেছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

স্বামী স্ত্রী পরিচয়ে মাদক পাচারকালে আটক ০২

কুমিল্লা’য় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ’কে হত্যা

পুলিশ ফাঁড়ি এখন মাদকের আখড়া

বরুড়ায় প্রবাসীকে হুমকি ও জায়গা দখল করে মাটি কেটে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন 

কুমিল্লায় কাঁঠাল খাওয়ার পর দুই শিশুর রহস্যময় মৃত্যু

দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে শোকজ

৯৯৯ এ কল করলে, পাওয়া যাবে ট্রাফিক সেবা

কুমিল্লায় ভিশন আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১২

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মসজিদের ইমাম ও খতিবকে অপসরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লা চৌদ্দগ্রামে ভূমিকর  পরিশোধ করার জন্য উপজেলা সহকারী কমিশনরার (ভূমি)’র গণবিজ্ঞপ্তি