রবিবার , ১ জুন ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে জিএম কাদেরকে প্রধান আসমী করে ১৮ জনের বিরুদ্ধে এনসিপি নেতার মামলা 

অনলাইন ডেস্ক:
জুন ১, ২০২৫ ৩:৪০ পূর্বাহ্ণ
পঠিত: ৫৭ বার

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরসহ ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ৮টার এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগরের সংগঠক আলমগীর রহমান নয়ন। রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে তিনি সাংবাদিকদের জানান।

মামলার অভিযুক্তরা হলেন— জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি লোকমান আহমেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম মিলন, ফুজি বেলাল, আরিফ আলী, ইউসুফ আহমেদ, রাজু আহমেদ, ফারুখ, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, লেবু, জুলফিকার আজিজ খান ভুট্টু ও নাহিদ হাসানসহ অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জন।

অভিযোগে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শনিবার রাত সাড়ে ৮টার দিকে ‘ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো’ দাবিতে মিছিল করে সেনপাড়ার দিকে যাচ্ছিলেন। গ্র্যান্ড হোটেল মোড় থেকে সিফাত থাই নামক দোকানের সামনে পৌঁছালে, অভিযুক্তরা জিএম কাদেরের নির্দেশে মিছিলে হামলা চালায়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় এবং এক পর্যায়ে প্রাণনাশের উদ্দেশ্যে হাতবোমা ছোঁড়া হয়।

বোমার আঘাতে অনেকেই আহত হন। হামলাকারীরা আন্দোলনকারীদের মারধর করে আহত করে এবং দু’জনের পকেট থেকে ৪ হাজার ৭৬০ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে, রাত ৯টার দিকে আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও এনসিপি নেতা আলমগীর রহমান নয়নসহ কয়েকজন থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগে কিছু ভুল থাকায় সংশোধন করে পুনরায় জমা দেওয়া হয়।

মামলার বাদী নয়ন সাংবাদিকদের জানান, তারা হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা রেকর্ড করার দাবি জানিয়েছেন এবং আসামিদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব আরিফ আলী ২২ জন এনসিপি ও ছাত্র আন্দোলনকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করলেও সেটিও রেকর্ড করা হয়নি বলে দাবি করেন জাপা নেতারা। এর প্রতিবাদে শনিবার নগরীতে বিক্ষোভ করেছে জাতীয় পার্টি। তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেছে, মামলা রেকর্ড না হলে থানা ঘেরাওসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

মোল্লা পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বুড়িচংয়ে ১৭ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

নারী লিপ্সু ও চরিত্রহীন নাসিমের প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত শতাধিক নারী, আইজিপির কাছে অভিযোগ

কুমিল্লায় বিএনপি নেতা শামিমের পরিকল্পনায় যুবককে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার ১

মধ্যরাতে সাতকানিয়ায় দুই ‘জামায়াত ক্যাডার’ গণপিটুনিতে নিহত

কুমিল্লা ব্রাক্ষ্মণ পাড়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে করা হুশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশের সংবিধানের মূলনীতিসমূহ, হাত দিলেই সাপের মত ছোবল মারবে!

কুমিল্লায় র‍্যাব-১১, সিপিসি-২ এর দুইটি অভিযানে ২০ কেজি গাঁজা ও ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে মালিহার পদত্যাগ