
গত ১০ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য পরিবহণকালে গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় হাওলাদার ধৃত হয়। এপ্রেক্ষিতে চাঁদপুর জেলার কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের হয়। উক্ত মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত ৩০/০৪/২০২৪ ইং তারিখে পৃথক দুইটি ধারায় আসামীকে ০৬ বছরের সশ্রম কারাদন্ড ও ৫,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজার রায় প্রদান করেন। এরপর থেকেই আসামী সাজা এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত পলাতক ছিল। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৩ জুন ২০২৫ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হৃদয় হাওলাদার (২৭)’কে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় হাওলাদার (২৭) শরীয়তপুর জেলার সখিপুর থানার চরচান্দা গ্রামের লিটন হাওলাদার এর ছেলে। বর্তমানে সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর এলাকায় বসবাস করে। বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষণার পর সাজা এড়াতে গ্রেফতারকৃত আসামী আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।