শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিশুকে নির্যাতন করে পানিতে ফেলে দিলেন স্কুল শিক্ষক শাহাজাহান

নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ১৭, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
পঠিত: ৮৬ বার

কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বপাড়া এলাকায় ফজলুর রহমান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহজাহান মাষ্টারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে।

স্থানীয় ভাবে অভিযোগ পাওয়া গেছে নির্মান কাজের জন্য স্তুপকৃত বালুর উপর উঠে তা নষ্ট করায় ক্ষিপ্ত হয়ে তিনি শিশুটিকে পার্শবর্তী পুকুরে ফেলে দেন।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাগবিতন্ডার বিডিও ছড়িয়ে পরার পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শিশুর পরিবার থেকে জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে শিশুটি কুমেক হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় আছে।
ওই ভিডিওতে শিশুটির মা শাহাজাহান মাষ্টারকে বাচ্চা পানিতে ফেলে দেওয়ার কারন জানতে চাইলে বলেন, আমার কাছে বালির মূল্য বেশি শিশুর কোন মূল্য নেই।
একপর্যায়ে শাহাজাহান শিশুটির মা ( শামছুন নাহার তানিয়া) এর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

এতে নির্যাতিত শিশুর মা মোসাঃ শামছুন নাহার তানিয়া
বাদি হয়ে বুড়িচং থানায়, বুড়িচং পূর্ব পাড়া মৃত মঞ্জুর আলী সর্দারের ছেলে মোঃ শাহ জাহান এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে তার মা মুঠেফোনে জানান পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে গিয়েছে, তিনি এ ঘটনার অভিযুক্ত শাহাজাহানের সুষ্ঠু বিচারের দাবি জানান।

উক্ত বিষয়ে জানতে চাইলে শাহজাহান এর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোনটি রিসিভ করেন নি।
এলাকাবাসী জানান ঘটনার পর থেকে গাঁ ডাকা দিয়েছে শাহজাহান৷

স্থানীয় এলাকাবাসী দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।

এ বিষয় নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শিশুর মা বাদী হয়ে বুড়িচং থানা একটি শিশু নির্যাতন মামলা করেন করেন। আমরা আসামিকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যহত আছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার নজির আহমেদ বলেন,ভিডিও টা দেখছি,এই ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের সংঘর্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব আহত

মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিকের উপর হামলা

কুমিল্লায় র‌্যাব ১১ এর গোয়েন্দা পরিচয়ে সিএনজি চুরি,মূলহোতা গ্রেফতার

সংবাদ সংগ্রহকালে “দৈনিক প্রথম আলোর” সাংবাদিকের মৃত্যু

ওবায়দুল কাদের গ্রেফতার

ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রণক্ষেত্র বাখরাবাদ স্কুল মাঠ

বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার

কাঁচা মরিচের দাম ৪০০ ছুঁইছুঁই, সব্জির বাজারে আগুন

চাচা ও তার শ্যালক সৌরভকে চার টুকরা করে

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাবার হোটেলে র‍্যাব-১১ সিপিসি-২ কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ১১ জন মাদক ব্যবসায়ী ও ০১ জন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু গাঁজা ও ইয়াবা সহ আটক।