বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের সঙ্গে পুলিশের ‘অসদাচরণ’ ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ২৬, ২০২৪ ৪:২৭ পূর্বাহ্ণ
পঠিত: ৫৩ বার

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মো. মশিউর রহমান বাবু নামে এক ব্যক্তি নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। উপস্থিত সাংবাদিকরা তাকে বিরত করে আত্মহত্যা করতে চাওয়ার কারণ জানতে চান। এ সময় প্রেসক্লাব এলাকায় দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ সাংবাদিকসহ উপস্থিত সবার সঙ্গে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ করেন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, দুপুর আড়াইটার দিকে প্রেসক্লাবের সামনে কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের এক মানববন্ধন শুরু হয়। মানববন্ধন শেষ হয় বিকাল ৩টা নাগাদ। ওই শিক্ষার্থীরা থাকা অবস্থায় প্রেসক্লাবের আউট গেটের সামনে পুলিশ বক্সের কোনায় মো. মশিউর রহমান বাবু নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তাকে বিরত করেন শিক্ষার্থী ও উপস্থিত সাংবাদিকরা। পরে মশিউর রহমানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি বেড়ে যায়। সাংবাদিকরা তার কাছে পরিচয় ও আত্মহত্যার কারণ জানতে চান। মশিউর জানান, তার বাড়ি সাতক্ষীরা। তিনি বলেন, ‘এর আগে আমি স্ত্রী-সন্তান নিয়ে তিন দিন প্রেসক্লাবের সামনে ছিলাম।

আত্মহত্যা করতে চাওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমি গ্রামের বাড়িতে কসমেটিকসের ব্যবসা করি, আমার দোকান আছে। ব্যবসা করতে গিয়ে বিভিন্ন এনজিও থেকে সাত থেকে সাড়ে সাত লাখ টাকা ঋণ নিয়েছি। ঋণ শোধ করতে না পারায় আমি মামলায় হয়রান হয়ে যাচ্ছি। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া।

মশিউরের সঙ্গে কথা বলার এই পর্যায়ে সেখানে আসেন এসআই ফয়সাল আহমেদ। তিনি উপস্থিত সবার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। সবাইকে স্থান ত্যাগ করতে বলেন। সাংবাদিকরা জানান, প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা তাদের কাজ করছেন, বিশৃঙ্খলা করছেন না। ওই পুলিশ কর্মকর্তা কারও কথা না শুনে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় সাধারণ মানুষ ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখায়। পরে তিনি সচিবালয়ের দিকে দৌড় দেন এবং সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর গণমাধ্যমকর্মীদের বলেন, প্রেসক্লাবের দায়িত্বে যিনি থাকেন, তিনি ছুটিতে যাওয়াতে আজ এই সমস্যা হয়েছে। তিনি থাকলে এই সমস্যা হতো না। আমরা অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবো।

এদিকে সাংবাদিক সমাজ ক্ষোভ অভিযোগে বলা হয়, জাতীয় প্রেসক্লাব চত্বরে কর্মরত পুলিশ সদস্যের এহেন ন্যাক্কারজনক ঘটনায় আল্টিমেটাম দিয়ে বলেন শনিবারের মধ্যে ফয়সালকে দৃষ্টান্তমুলক শাস্তি ও সাংবাদিক সমাজের কাছে প্রকাশ্যে প্রেসক্লাব চত্বরে এসে ক্ষমা না চাহিলে রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধসহ সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশ হেডকোয়ার্টারে অবস্হান কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র সহ ছাত্রদলের কর্মী আটক

কুমিল্লার বুড়িচং এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী যুবলীগ নেতা মামুন গ্রেফতার

কুমিল্লয় ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের ‘সমালোচনা’: এক সহকারী কমিশনার প্রত্যাহার

জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, কোন শাসন ক্ষমতায় আছে তা নিয়ে জাতিসংঘের কোন চিন্তা নেই, তিনি যোগ করেছেন যে আওয়ামী লীগের পতনের পর থেকে যে অধিকার লঙ্ঘন ও অপব্যবহার হয়েছে তাও তুর্কি সফরের আওতায় আসবে

কুমিল্লা জেলার  নতুন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম

কুমিল্লায় ৪৬ মামলা নিয়ে খেইহারা পুলিশ

পূর্ব শত্রুতার জেরে কদমতলীতে ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লা ছত্রখীল পুলিশ ফাঁড়ির অভিযানে বিপুল পরিমাণ মাদক নিয়ে ধরা খেলেন সিরাজসহ আরো ২ জন

আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি অনুষ্ঠিত