
অনলাইন ডেস্ক//
কুমিল্লা জেলার দেবিদ্বার উজেলায় দলীয় কোন্দলের জেরে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের আঙ্গুল কর্তন করেছে সতন্ত্র থেকে নির্বাচিত এমপি আবুল কালাম আজাদের অনুসারীরা।
রোববার (১৬ জুন) দুপুরে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাগুড় বাজারে শাকসবজি কেনার সময় সন্ত্রাসী এমপি আবুল কালাম আজাদের অনুসারী কাউসার আহমেদের নেতৃত্বে লিটন সরকারের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা এ সময় আঙ্গুলের একটি অংশ হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় হামলাকারীরা বলে যায় আওয়ামী লীগের নাম নিসানা রাখবে না দেবীদ্বারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানান স্বেচ্ছাসেবক লীগের এই নেতা, সংসদ নির্বাচনে নৌকার পক্ষে এবং উপজেলা নির্বাচনে ঘোড়ার পক্ষে কাজ করায় লিটন সরকারের উপর এই হামলা হয়।
আহত সেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজামেহার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হুমায়ুন আহমেদ।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নয়ন মিয়া জানান, ঘটনার পরপর আমাদের একাধিক টিম কাজ করছেন।