সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দেওয়াল নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ৩০, ২০২৪ ২:৪৫ পূর্বাহ্ণ
পঠিত: ৫৮ বার

কুমিল্লা সদর দক্ষিণ অন্তর্ভুক্ত চাঁনপুর এলাকায়  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে আবুল হাসেম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

ভুক্তভোগী রহিমা জানান, জমির সীমানা নিয়ে কোন বিরোধ নয়। আমার স্বামী আমার নামে এ জায়গা দলিল করে দেয়। এ জায়গায় আরএস/বিএসসহ সকল কাগজপত্র থাকা সত্ত্বেও আবুল হাশেম জোরকরে দেয়ালের কাজ করতেছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

স্থানীয়ভাবে বিচার না পেয়ে তিনি কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে জবরদখল বন্ধসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারার স্থিতি অবস্থা জারি করেন। আদালত আগামী তারিখে হয়তো রায় দিবেন এ রায় রহিমা পাওয়ার সম্ভাবনা থাকায়। আবুল হাসেম জোর করে সিমেন্ট বালু ইট দিয়ে আদালতের আদেশ উপেক্ষা করে তাঁর জমিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল দেওয়া হলেও ফোন না ধরায় আবুল হাশেমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সদর দক্ষিণ মডেল থানার এসআই গনেশ জানান, তিনি উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে যাঁর যাঁর অবস্থানে থাকার কথা জানিয়েছেন।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আদালতের আদেশ অমান্য করে কাজ করা যাবেনা। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ

বিআরডিবি কুমিল্লা জেলা সিবিএর ২৫-২৬ সালের কমিটি ঘোষণা

কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনসাধারণ

চাঁদপুর র্যাব ১১ এর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা মোঃ ইয়াসিন’সহ ১৬ জন সক্রিয় সদস্য আটক

শেখ হাসিনার সুবিধাভোগী চক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে: রিজভী

কুমিল্লা সদর দক্ষিনে কাজীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে পায়ের রগ আলাদা

কুমিল্লার দেবিদ্বারে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

সোহরাওয়ার্দী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা

নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

অংকুরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে– ‘সঞ্চালক’ হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু