
ঈদের নামাজের বাকি আর মাত্র কয়েক ঘন্টা ভোর ৪.৫৬ মিনিটে কুমিল্লার স্বনামধন্য শফিংমলগুলোতে সরজমিনে গিয়ে দেখা যায় ক্রেতা শূন্য। দোকান-পাটে আজকের বিক্রির হিসেব মিলাচ্ছে অনেক দোকানি। কেহ কেহ আবার দোকানের কতগুলো আইটেম বিক্রি হয়েছে এবং কতগুলো পণ্য অবশিষ্ট রয়েছে তার হিসেব মিলাতে ব্যস্ত।
মধ্যপ্রাচ্যে এবারের রোজা ২৯ টা হওয়ায় সৌদি আরবসহ অন্যান্য দেশে চাঁদ দেখা যাওয়ায় ঈদ হয়েছে ৩০ মার্চ। আর তার ধারাবাহিকতায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া দেশে আগাম জানান দিল রোজা ২৯ টা হবে এবং ঈদ হবে ৩১ মার্চ। তাই তরিঘরি করে ক্রেতারা আগেই কেনা-কাটা সেরেছেন।
কয়েকজন দোকানির সাথে কথা বলে জানা যায় বেচ-বিক্রি ভাল হলেও ভ্যাট বৃদ্ধির কারনে লভ্যাংশের আশা কমই দেখছেন। তারপরও তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন।
Facebook Comments Box