বুধবার , ২৮ মে ২০২৫ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

এনআইডি সংশোধন আবেদন ঝুলে আছে কয়েক লক্ষাধিক 

অনলাইন ডেস্ক:
মে ২৮, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ণ
পঠিত: ৪০ বার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত তিন লাখের বেশি আবেদন কর্মকর্তাদের টেবিলে পড়ে আছে। সবচেয়ে বেশি আবেদন পড়ে আছে বয়স সংশোধন সংক্রান্ত। নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলামের তৈরি করা এক প্রতিবেদন থেকে মঙ্গলবার (২৭ মে) বিষয়টি জানা গেছে।

গত ১ জানুয়ারি পর্যন্ত ক্র্যাশ প্রোগ্রাম শুরুর আগ পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার ৮৩৬টি আবেদন ছিল। এই সময় নতুন করে জমা পড়েছে পাঁচ লাখ এক হাজার ৯৫৪টি আবেদন। গত সাড়ে চার মাসে নিষ্পত্তি করা হয়েছে পাঁচ লাখ ৭১ হাজার ১৯৭টি আবেদন।

বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা তিন লাখ নয় হাজার ৫৯৩টি। নির্বাচন কমিশন জটিলতার ধরণ অনুযায়ী ছয়টি ক্যাটাগরিতে আবেদনের নিষ্পত্তি করে থাকে। সবচেয়ে বেশি আবেদন ঝুলে আছে গ ক্যাটাগরিতে, এক লাখ ৪০ হাজার ৩১৬টি। এই ধরনের আবেদন বয়স সংশোধন সংক্রান্ত হয়ে থাকে। সবচেয়ে কম আবেদন ঝুলে আছে ক-১ ক্যাটাগরিতে, দুই হাজার ২৮টি। ইসির সার্ভারে প্রায় ১২ কোটির মতো ভোটার রয়েছে। এদের অনেকেই নানা ভুল সংশোধনের প্রতিনিয়ত আবেদন করেছেন। সেগুলোই পড়ে আছে কর্মকর্তাদের টেবিলে।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবির বলেন, আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আশা করি দ্রুত সব নিষ্পত্তি হয়ে যাবে।

এ নিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কিছু জটিলতাও আছে। অনেকেই যেমন ভুলটাই সংশোধন করতে আবেদন করেন। কেউ কেউ আবার অসৎ উদ্দেশে তথ্য পরিবর্তনের আবেদন করেন। কাজেই যাচাই-বাছাই করেই আবেদন নিষ্পত্তি করতে হয়। এতে কখনো কখনো কিছুটা সময় লেগে যেতে পারে। তবে আগের চেয়ে কাজের গতি বেড়েছে। সামনে আরও বাড়বে বলে আশা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুমিল্লায় চাঁদার জন্য কাপড় দোকানিকে গুলি, আটক ০১

কোতোয়ালী থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, ইসরায়েলে আঘাত হেনেছে কয়েকটি

নারী লিপ্সু ও চরিত্রহীন নাসিমের প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত শতাধিক নারী, আইজিপির কাছে অভিযোগ

কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

জুলাই অভ্যুত্থানের চেতনা যেন বিলীন না হয় স্নিগ্ধ এর সংবাদ সম্মেলন

এনআইডি সংশোধন আবেদন ঝুলে আছে কয়েক লক্ষাধিক 

কুমিল্লা রাজমঙ্গলপুর এলাকা থেকে মাদকব্যবসায়ী আটক : ১

সাংবাদিক হত্যার ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে সাধারণ সাংবাদিক সমাজের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন