বুধবার , ২৮ মে ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

এনআইডি সংশোধন আবেদন ঝুলে আছে কয়েক লক্ষাধিক 

অনলাইন ডেস্ক:
মে ২৮, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ণ
পঠিত: ৮১ বার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত তিন লাখের বেশি আবেদন কর্মকর্তাদের টেবিলে পড়ে আছে। সবচেয়ে বেশি আবেদন পড়ে আছে বয়স সংশোধন সংক্রান্ত। নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলামের তৈরি করা এক প্রতিবেদন থেকে মঙ্গলবার (২৭ মে) বিষয়টি জানা গেছে।

গত ১ জানুয়ারি পর্যন্ত ক্র্যাশ প্রোগ্রাম শুরুর আগ পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার ৮৩৬টি আবেদন ছিল। এই সময় নতুন করে জমা পড়েছে পাঁচ লাখ এক হাজার ৯৫৪টি আবেদন। গত সাড়ে চার মাসে নিষ্পত্তি করা হয়েছে পাঁচ লাখ ৭১ হাজার ১৯৭টি আবেদন।

বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা তিন লাখ নয় হাজার ৫৯৩টি। নির্বাচন কমিশন জটিলতার ধরণ অনুযায়ী ছয়টি ক্যাটাগরিতে আবেদনের নিষ্পত্তি করে থাকে। সবচেয়ে বেশি আবেদন ঝুলে আছে গ ক্যাটাগরিতে, এক লাখ ৪০ হাজার ৩১৬টি। এই ধরনের আবেদন বয়স সংশোধন সংক্রান্ত হয়ে থাকে। সবচেয়ে কম আবেদন ঝুলে আছে ক-১ ক্যাটাগরিতে, দুই হাজার ২৮টি। ইসির সার্ভারে প্রায় ১২ কোটির মতো ভোটার রয়েছে। এদের অনেকেই নানা ভুল সংশোধনের প্রতিনিয়ত আবেদন করেছেন। সেগুলোই পড়ে আছে কর্মকর্তাদের টেবিলে।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবির বলেন, আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আশা করি দ্রুত সব নিষ্পত্তি হয়ে যাবে।

এ নিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কিছু জটিলতাও আছে। অনেকেই যেমন ভুলটাই সংশোধন করতে আবেদন করেন। কেউ কেউ আবার অসৎ উদ্দেশে তথ্য পরিবর্তনের আবেদন করেন। কাজেই যাচাই-বাছাই করেই আবেদন নিষ্পত্তি করতে হয়। এতে কখনো কখনো কিছুটা সময় লেগে যেতে পারে। তবে আগের চেয়ে কাজের গতি বেড়েছে। সামনে আরও বাড়বে বলে আশা করি।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্রকে টিকিয়ে রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজন

সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

কুমিল্লা জাঙ্গালিয়ায় আইদি কাউন্টারে হামালায়, ৬ জন আহত

মহম্মদপুরের দুই সাবেক চেয়ারম্যান মাগুরায় আটক

কুমিল্লা পুলিশ লাইনে ছাত্র-জনতার উপর হামলাকারী আওয়ামীলীগের  ২ সদস্য গ্রেফতার

ওবায়দুল কাদের গ্রেফতার

কুমিল্লা  পশুর হাট সংক্রান্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও হয়রানি রোধে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা

ওসির সহযোগিতায় জলমহালে ১৫ লাখ টাকার মাছ লুটে নেয়ার অভিযোগ

বরুড়ায় প্রবাসীকে হুমকি ও জায়গা দখল করে মাটি কেটে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন 

নাঙ্গলকোটে গণধর্ষণের আসামী র‌্যাবের হাতে আটক