
কক্সবাজার সদর উপজেলা কাঁচাবাজারে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) এই মোবাইল কোর্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত ২৮.১০ কেজি পলিথিন জব্দ এবং ৪,০০০ (চার হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ রিফাত হোসেন ও জনাব সুমাইয়া বিনতে আফছার। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মুসাইব ইবনে রহমান।
এ সময় অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জেলা পুলিশের সদস্য এবং আনসার বাহিনী।
পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, “পরিবেশ সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। পরিবেশ দূষণ রোধে পলিথিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে।”
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০০২ সালেই পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু তা সত্ত্বেও দেশের বিভিন্ন অঞ্চলে গোপনে পলিথিন উৎপাদন ও ব্যবহার অব্যাহত রয়েছে। এই প্রেক্ষাপটে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।