শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বিএনপি-আ. লীগের সংঘর্ষে নিহত ১, আহত ১০

ঢাকা আউটলুক ডেস্ক :
আগস্ট ১৬, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
পঠিত: ২২৭ বার

নিজস্ব প্রতিবেদক //

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সিদ্দিকুর কুদ্দুকুর রহমান (৫০)। তিনি উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের জেরে বাক-বিতণ্ডার হয়। পরে সমাধানের আশ্বাসে শুক্রবার সকাল ৯টায় সালিশী বৈঠকের আয়োজন করে স্থানীয়রা৷ ওই বৈঠকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় সিদ্দিকুর ঘটনাস্থলেই নিহত হন৷ এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

এদিকে, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নয়ন মিয়া বলেন, ঘটনার পরপরই সেনাবাহিনীদের সঙ্গে পুলিশ সদস্যরা কাজ করছে। এখনও ঘটনাস্থলেই আমরা রয়েছি। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

এনআইডি সংশোধন আবেদন ঝুলে আছে কয়েক লক্ষাধিক 

কাজী সালিমুল হক কামাল ও রবিউল ইসলাম নয়নের জনসভায় হাজারো মানুষের ঢল

সংবাদ প্রকাশ করায় মারধরে হাসপাতালে কাতরাচ্ছে সাংবাদিক

রূপগঞ্জে ৪ ছাত্রদল নেতা আটক

কুমিল্লার মাদক বিরোধী অভিযানে ০৫ কেজি গাঁজাসহ আটক ০২

দেশ বরণ্য সাংবাদিক রিমনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় বাজারে আগুন!

আওয়ামী প্রেতাত্মারা দখলবাণিজ্যে আবারো মরিয়া

“এই বিচার আমরা কার কাছে দিবো- আল্লাহ আপনি কুমিল্লা দক্ষিণের মানুষের সহায়ক হোন” – বিএনপির সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী

বাংলাদেশের সংবিধানের মূলনীতিসমূহ, হাত দিলেই সাপের মত ছোবল মারবে!