সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার আসামী গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ২১, ২০২৪ ৩:৫১ পূর্বাহ্ণ
পঠিত: ৬৪ বার

গত ২০ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বড়পুকুরপাড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যা চেষ্টা সহ নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত  দুই জনা আসামীকে গ্রেফতার করে।

২১ (অক্টোবর) ২০২৪ সোমবার রাতে র‌্যাব- ১১, সিপিসি ২ লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য নিশ্চিত করেন৷

আটককৃত আসামী হলো ১। কুমিল্লা জেলার বুড়িচং থানার সিন্দুরিয়া পাড়া এলাকার আখলাক হায়দার এর ছেলে আদনান হায়দার (৪০), ২। কুমিল্লা জেলার বুড়িচং থানার  পূর্বহুড়া গ্রামের মৃত আক্কাছ আলী এর ছেলে মোঃ দুলাল (৩৮)।

র‌্যাব জানায় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলে নাশকতা কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৪/০৮/২০২৪ ইং তারিখ কুমিল্লা জেলার বুড়িচং থানার অন্তর্গত নাজিরা বাজার এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিন ব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। উক্ত কর্মসূচিকে প্রতিহত করার লক্ষ্যে আটকৃত আসামীসহ তার অপরাপর সহযোগীরা তাদের হাতে থাকা ককটেল, রামদা, লোহার রোড সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা, ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করে। উক্ত ঘটনায় অনেক নিরীহ ছাত্র ককটেল, দেশীয় অস্ত্র ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তৎপ্রেক্ষিতে কুমিল্লা জেলার বুড়িচং থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের হয়, যার মামলা নং-০৭, তারিখ-০৭/০৯/২০২৪। মামলা দায়ের করার পর হতে র‌্যব-১১, সিপিসি-২, এর আভিযানিক দল পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত আরম্ভ করে। পরবর্তীতে র‌্যাব-১১ সিপিসি-২ এর চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখ সন্ধ্যায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বড় পুকুরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যব-১১, সিপিসি-২ জানায় যে এই   মামলার এজাহারভূক্ত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা মহানগর যুবলীগ নেতা রোকনের বিরুদ্ধে মানববন্ধন

ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ০২

কুমিল্লা অপপ্রচারের প্রতিবাদে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর সংবাদ সম্মেলন

বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার

১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ-বিএফআইইউ

খাদ্য সেক্টরের দাপুটে সিন্ডিকেট ভাঙ্গতে গিয়ে হুমকির মুখে সচিব বিএনপি ব্যানারে মাঠে নামছে শামীম ওসমানের সহযোগিরা

অবৈধ ড্রেজারের পাইপ ভাঙ্গলেন এসিলেন্ড, মামলা কৃষক”র বিরুদ্ধে, চার্জশিটে অনিয়ম ক্ষমতাধর সার্কেল এসপি ও তদন্ত কর্মকর্তা”র বিরুদ্ধে

সাংবাদিক নির্যাতন, আর কত?

কুমিল্লায় ০৪ কেজি গাঁজা’সহ আটক এক

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যানদের প্রথম সভা অনুষ্ঠিত