
কুমিল্লার সদর দক্ষিণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এজাহারভুক্ত আসামি নোয়াব আলী (৪৫) গ্রেফতার হয়েছেন। তিনি সদর দক্ষিণ উপজেলার রাজারখোলা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াব আলীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ সেলিম জানান, গ্রেফতারের পর তাকে আইনি প্রক্রিয়া শেষে বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments Box