বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় মুক্তিযুদ্ধা”কে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার ০৫

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ২৫, ২০২৪ ২:৪০ পূর্বাহ্ণ
পঠিত: ৪৭ বার

 সম্প্রতি কুমিল্লা জেলায় এক মুক্তিযুদ্ধাকে জুতার মালা পড়িয়ে লাঞ্চিত করে এলাকা ছাড়ানো ঘটনা সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। উক্ত বিষয় প্রধান উপদেষ্টা আইন-আনুক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন গতকাল নিদের্শ দেওয়ার সাথে সাথেই চৌদ্দগ্রাম থানা পুলিশ সাঁড়াশি অভিযানে নামে পুলিশ।

জানা যায় যে কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু (৭৮)কে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্চিত ও এলাকা থেকে বের করে দেয়ার হুমকির ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাতড্ডা এলাকার ইসমাইল হোসেন মজুমদার (৪৩), কুলিয়ারা গ্রামের মো. জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), নাঙ্গলকোট উপজেলার রায়কোট এলাকার আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলার মইশাদী এলাকার ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।
চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান জানান, ঘটনার সময় ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহয়তায় তাদেরকে গতকাল গ্রেপ্তার করে আজ ২৪.১২.২০২৪ ইনহ তারিখে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এই ঘটনায় কোন মামলা না হওয়ায় মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত