কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে বিদেশী কুকুর লেলিয়ে নির্মম নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে দেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১১ জানায়, ভুক্তভোগী জয় চন্দ্র সরকার (৩০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণু চন্দ্র সরকারের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লার বুড়িচংয়ের সাহেববাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ভাঙ্গারির ব্যবসা করছিলেন। গত ১৯ সেপ্টেম্বর দুপুরে বুড়িচংয়ের দেবপুর সাকিনে সাকুরা স্টীল মিলে তাকে আটক করে প্রথমে শারীরিক নির্যাতন করা হয়। পরে বিদেশী দুটি কুকুর লেলিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গ্রেফতারকৃতরা হলো— ১. মোঃ শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাসিন্দা। ২. মোঃ আল আমিন ওরফে লিপু (৩৬), মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। ৩. মোঃ সজিব হাওলাদার (২৬), বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা।
তাদের সবার বর্তমান ঠিকানা কুমিল্লার বুড়িচং উপজেলার কাটাজাঙ্গাল এলাকা, যেখানে তারা সাকুরা স্টীল মিলে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, এর আগে ১২ সেপ্টেম্বর একই মিল থেকে তামার তার চুরি হয়। এরপর থেকেই পাহারাদাররা সন্দেহভাজনদের ধরার অপেক্ষায় ছিল। জয় চন্দ্র সরকার সেখানে প্রবেশ করলে তাকে চোর ভেবে আটক করে এ অমানবিক নির্যাতন চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বুড়িচং থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট