
০২ আগস্ট-২০২৫ তারিখে বিকেল ০৫.৩০ মিনিটে বিএ-১১৫৭০ ক্যাপ্টেন আল সোহানুর ইসলাম ৩ ইবি, ক্যাম্প কমান্ডার চান্দিনা আর্মি ক্যাম্প,এর নেতৃত্বে মাধাইয়া বাজার এলাকায় চেকপোস্ট তৈরি করে একজন মাদক মাদক ব্যবসায়ীকে আটক ও ১০ টি গাড়ি হতে ৫০,০০০/টাকা জরিমানা করা হয়,পরবর্তীতে রাত ১০.০০ মিনিনিটে আরকেজন মাদক ব্যবসায়ীকে এবং নগদ ৫০,০০০/ টাকা সহ আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলো বি-বাড়িয়া জেলার কসবা উপজলোর গোপীনাথপুর এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে ফাতেমা বেগম। এসময় তার নিকট হতে ০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ইলিয়টগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
Facebook Comments Box