০২ আগস্ট-২০২৫ তারিখে বিকেল ০৫.৩০ মিনিটে বিএ-১১৫৭০ ক্যাপ্টেন আল সোহানুর ইসলাম ৩ ইবি, ক্যাম্প কমান্ডার চান্দিনা আর্মি ক্যাম্প,এর নেতৃত্বে মাধাইয়া বাজার এলাকায় চেকপোস্ট তৈরি করে একজন মাদক মাদক ব্যবসায়ীকে আটক ও ১০ টি গাড়ি হতে ৫০,০০০/টাকা জরিমানা করা হয়,পরবর্তীতে রাত ১০.০০ মিনিনিটে আরকেজন মাদক ব্যবসায়ীকে এবং নগদ ৫০,০০০/ টাকা সহ আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলো বি-বাড়িয়া জেলার কসবা উপজলোর গোপীনাথপুর এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে ফাতেমা বেগম। এসময় তার নিকট হতে ০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ইলিয়টগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট