মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় সাবেক পেশকারকে প্রাণনাশের হুমকি দিলেন নিষিদ্ধ সংগঠন আ’লীগ নেতা জামাল

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ
পঠিত: ২১৭ বার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসারের পেশকার হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন মোঃ তোফায়েল আহমেদ খান (৪১)। তিনি কুমিল্লা কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ২৬ মিনিটে জোড়কানন পশ্চিম ইউনিয়নের ইউপি মেম্বার ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোঃ জামাল হোসেন তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৮২১-৬০২৯১০) থেকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন।

তোফায়েল আহমেদ আরও জানান, ২০২১ সালের ২৫ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামাল হোসেনের ভাইকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়। তখন তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পেশকার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া র‍্যাবের অভিযানে জামাল হোসেনের ছেলে মাদক ও নগদ টাকাসহ আটক হয়ে সদর দক্ষিণ মডেল থানার মাধ্যমে ফৌজদারি আদালতে সমর্পিত হন। পরে জব্দকৃত টাকার বিষয়ে তদন্তের দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারকে দেওয়া হলে তিনি সেই তদন্তের কাজও করেন।

তোফায়েল আহমেদের অভিযোগ, এসব ঘটনার প্রতিশোধ হিসেবে জামাল হোসেন এখন তাকে যেকোনো স্থানে একা পেলে হত্যা ও লাশ গুম করার হুমকি দিচ্ছেন। এতে তিনি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানায় সাধারণ ডায়েরি আকারে নথিভুক্ত করার আবেদন করেছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা দেখছি। আশাকরি হুমকিদাতাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

তুচ্ছতায় অশান্ত পাহাড়ে একক কর্তৃত্বধর নেতার ভয়ংকর প্রদর্শনী!

হত্যার পূর্বে আনারকে চেয়ারে বেঁধে রাখা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে

টেকনাফে  মানবপাচারের ১৫ চক্র সক্রিয়

মামলা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ – মনোহরগঞ্জ থানা পুলিশের

কুমিল্লায় বাস দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা সদর দক্ষিণে মাদরাসার খেলার মাঠ দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

 এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১০ আগস্টের মধ্যে

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো কুমিল্লা সরকারি সিটি কলেজ

কুমিল্লায় র‍্যাব-১১, সিপিসি-২ এর দুইটি অভিযানে ২০ কেজি গাঁজা ও ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কুমিল্লা সদর দক্ষিনে হাবিব হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ০২