
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসারের পেশকার হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন মোঃ তোফায়েল আহমেদ খান (৪১)। তিনি কুমিল্লা কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ২৬ মিনিটে জোড়কানন পশ্চিম ইউনিয়নের ইউপি মেম্বার ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোঃ জামাল হোসেন তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৮২১-৬০২৯১০) থেকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন।
তোফায়েল আহমেদ আরও জানান, ২০২১ সালের ২৫ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামাল হোসেনের ভাইকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়। তখন তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পেশকার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া র্যাবের অভিযানে জামাল হোসেনের ছেলে মাদক ও নগদ টাকাসহ আটক হয়ে সদর দক্ষিণ মডেল থানার মাধ্যমে ফৌজদারি আদালতে সমর্পিত হন। পরে জব্দকৃত টাকার বিষয়ে তদন্তের দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারকে দেওয়া হলে তিনি সেই তদন্তের কাজও করেন।
তোফায়েল আহমেদের অভিযোগ, এসব ঘটনার প্রতিশোধ হিসেবে জামাল হোসেন এখন তাকে যেকোনো স্থানে একা পেলে হত্যা ও লাশ গুম করার হুমকি দিচ্ছেন। এতে তিনি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানায় সাধারণ ডায়েরি আকারে নথিভুক্ত করার আবেদন করেছেন।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা দেখছি। আশাকরি হুমকিদাতাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।