
১০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার রাত ০২. ৩০ মিনিটে সেনাবাহিনীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে শর্টগান ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের অধিনায়ক।
আটককৃত ব্যাক্তি হলো চৌদ্দগ্রাম উপজেলার চাপাচৌঁ এলাকার সেলিম উদ্দিনের ছেলে আসিফ ইকবাল।
সেনাবাহিনী জানায় যে, গোপন সংবাদের ভিত্তিতে
আসিফ ইকবাল তার বাড়িতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এ সংবাদ পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময় আসিফ ইকবালের দেওয়া তথ্যমতে , ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শর্টগান ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত অস্ত্র সহ চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়সূত্রে জানাযায় যে, আটককৃত যুবক আসিফ ইকবাল ছাত্রদল নেতা। সে স্থানীয় কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য তার ইন্ধনে এলাকায় অপরাধসহ ত্রাস সৃষ্টি করে আসছে তার ছত্রছায়ায় গঠিত কিশোর গ্যাং বাহিনী। সেনাবাহিনী কর্তৃক তার আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
সেনা ক্যাম্প সূত্রে আরও জানা গেছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আটকে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।