বুধবার , ৫ জুন ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ০৩ উপজেলা পরিষদের নির্বাচন আজ ০৫ জুন

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ৫, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ
পঠিত: ১৩০ বার

অনলাইন ডেস্ক//

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ দফা নির্বাচন আজ  বুধবার (৫ জুন) অনুষ্ঠিত হবে। ৩য় দফা নির্বাচনে দেশের ৬০ টি উপজেলার মধ্যে কুমিল্লার ৩ টি উপজেলা নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, এবং হোমনায় নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে তফসিল মোতাবেক, সকাল ৮টা হতে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলায় ৪র্থ দফা নির্বাচনে ৩টি উপজেলার ৩১৭টি ভোট কেন্দ্রের ২ হাজার ৪২টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। ভোট গ্রহণের জন্য নিয়োগ করা ৩১৭ জন প্রিজাইডিং অফিসারসহ প্রায় ৬ হাজার ৪৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ৩ উপজেলায় ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৩ টি উপজেলার মোট ভোটার ৯ লাখ ১৩ হাজার ১১৫ জন। এর মধ্যে হিজড়া ৫ জন, পুরুষ ৪ লাখ ৭২ হাজার ১৪২ জন এবং মহিলা ৪ লাখ ৪০ হাজার ৯৬৮ জন।

এর মধ্যে নাঙ্গলকোট উপজেলায় ৩ লাখ ৩৫ হাজার ৭৪১ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৭৩ হাজার ২৯০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৪৫০ জন ও হিজড়া ভোটার ১ জন। এ উপজেলায় ১ টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়নে ভোট কেন্দ্র ১১৪ টি এবং ভোট কক্ষ ৮১৩ টি। ১১৪ জন প্রিজাইডিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন ২ হাজার ৫৫৩ জন। এ উপজেলায় ১০ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।

তারা হলেন, মাজহারুল ইসলাম ছুফু (কাপ-পিরিচ), নাজমুল হাসান বাছির ভুঁইয়া (দোয়াত-কলম) ও আবু ইউসুফ ভুঁইয়া (আনারস)। এছাড়াও, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হোমনা উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ২৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ১৭৪ জন এবং মহিলা ভোটার ৮৫ হাজার ৬৯ জন। এ উপজেলায় ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৬১ টি এবং ভোট কক্ষ ৪৩৭ টি। ৬১ জন প্রিজাইডিং অফিসারসহ ১ হাজার ৩৭২ জন কর্মকর্তা ভোটগ্রহণ করবেন। এ উপজেলায় ৮ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ এর স্ত্রী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুল (মোটর সাইকেল) ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ (ঘোড়া)। এছাড়াও, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চৌদ্দগ্রাম উপজেলার ৩ লাখ ৯৮ হাজার ১৩১ জন ভোটারের মধ্যে হিজরা ৪ জন, পুরুষ ২ লাখ ৪৬ হাজার ৭৮ জন এবং মহিলা ১ লাখ ৯৩ হাজার ৪৪৯ জন। ভোট কেন্দ্র ১৪২ টি এবং ভোট কক্ষ ৭৯২টি। ১৪২ জন প্রিজাইডিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন ২ হাজার ৫১৮ জন ।

এ উপজেলায় ৭ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, অধ্যক্ষ রহমত উল্ল্যাহ বাবুল (আনারস), তৌহিদুল ইসলাম (মোটর সাইকেল), গোলাম ফারুক হেলাল (দোয়াত-কলম)। এছাড়াও, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, নির্বাচন সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য এবং ভোটাদের নিরাপত্তা রক্ষায় বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় নারী শ্রমিককে হত্যা চেষ্টায় অভিযুক্ত রকি গ্রেফতার

মামলা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ – মনোহরগঞ্জ থানা পুলিশের

পিকআপে করে মাদক পরিবহন ৬২ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

নাঙ্গলকোটে গণধর্ষণের আসামী র‌্যাবের হাতে আটক

কুমিল্লায় ভূল চিকিৎসায় ৭ম শ্রেনির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লা জেলার  নতুন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম

শিক্ষার্থীদের সংঘর্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব আহত

কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

ঘাটাইলে জামালের কারখানায় জিম্মি ছয় গ্রামের কয়েক হাজার অধিবাসী