সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ২৪ ঘন্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
জানুয়ারি ২৭, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
পঠিত: ৪৮ বার

কুমিল্লায় একদিনে নারী ও পুরুষ ৩ জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার সদর দক্ষিণ, লাকসাম ও মনোহরগঞ্জসহ তিন উপজেলা থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেন (৩৭) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আলতাফ হোসেনের বাড়ি নোয়াখালী জেলার লক্ষীপুর উপজেলার সাতছর এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।
তিনি প্রগতি ইনস্যুরেন্সে চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা।

তিনি বলেন, লাশ উদ্ধারের পর আমরা তার পরিবারকে জানিয়েছি। তার পরিবার আসছে। আমরা এখনও জানি না তিনি এখানে কীভাবে এলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে। তবে সিআইডিসহ বিভিন্ন টিমের তদন্ত অব্যহত রয়েছে।

এদিকে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন গ্রামের সড়কের পাশে স্থানীয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বান্দুয়াইন গ্রামের মৃত আয়ুব আলীর স্ত্রী। রবিবার দিবাগত রাত ০১.৩০ মিনিটে দিকে বান্দুইয়ান গ্রামের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ।

তিনি বলেন, ওই নারী বাড়িতে একাই থাকতেন। গত রাতে স্থানীয়রা তার লাশ পেয়ে থানায় জানালে লাশটি উদ্ধার করে৷ মৃত্যুর কারণ নিশ্চিতে কুমেক হসপিটালে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

অপরদিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের খালে এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরবর্তীতে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে,অজ্ঞাত মরদেহটি’ র পরিচয় সনাক্ত করা গেছে৷ মৃত ব্যাক্তিটি হলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উত্তর মাঝিগাছা এলাকার মোহাম্মদ রফিক, মৃত ব্যাক্তি একজন মিশুক চালক।

সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তদন্ত ছাড়া আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ উদ্ধার করে কুমেক হসপিটালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

What’s a ‘quademic’? What to know about the viruses spiking in Michigan and the nation

কুমিল্লায় যৌতুকের জন্য মারধর ও যৌনাঙ্গে গরম খুন্তির ছ্যাঁকা আটক ০৩।

কিশোর গ্যাং এর সদস্যদের ছাড়িয়ে নিতে প্রশাসনকে তদবির কু”চক্র মহলের

সংবাদ প্রকাশ করায় মারধরে হাসপাতালে কাতরাচ্ছে সাংবাদিক

আওয়ামী লীগের পক্ষে কাজ না করায়, সেচ্ছাসেবক লীগ নেতার বৃদ্ধা আঙ্গুল কর্তন!

৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

তুচ্ছতায় অশান্ত পাহাড়ে একক কর্তৃত্বধর নেতার ভয়ংকর প্রদর্শনী!

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

কুমিল্লা সদর দক্ষিন পুলিশের চৌকস টিমের অভিযানে ০৯টি ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেফতার।