
১০ জানুয়ারি ২০২৫ তারিখ রোজ শুক্রবার বিকেল ০৫:০০ মিনিটে কুমিল্লা জেলার কোতয়ালী এলাকাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় নাইমুল ফিলিং স্টেশন এর সামনে কুমিল্লা থেকে হোমনা অভিমুখী একতা সার্ভিস বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী করে ০২ কেজি গাঁজাসহ ০২ জনকে আটক করা হয়।
আটক কৃত ব্যাক্তিরা হলো ১। ঢাকা জেলার নবাবগঞ্জ থানার মৃত তোতা মিয়ার ছেলে মো: শামিম (৪০), ২৷
ঢাকা জেলার নবাবগঞ্জ থানার জিয়ারত মিয়ার ছেলে মো: রনি মিয়া(২৬)৷
উক্ত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান এর নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।