সোমবার , ১২ মে ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার বলরামপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারধরের ঘটনায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক:
মে ১২, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
পঠিত: ৬৫ বার

আজ ১২ মে ২০২৫ দুপুর ১২ টায় কুমিল্লা কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত বলরামপুর এলাকায় মামলা প্রত্যাহের জন্য আসামী পক্ষের লোকজন বাদী ও স্বাক্ষীদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করায় আহত ৪ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হসপিটালে ভর্তি করেছেন।

আহতরা হলেন সোহাগ, আরিফ,ফারজানা আক্তার এবং হোসনেয়ারা বেগম।

এ বিষয়ে ফরিদ মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হাজির হয়ে ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানাযায় বাদী পেশায় একজন কৃষক। বিবাদীদের সাথে ঘটনার পূর্ব হইতে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্য, বিরোধ এবং মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছে। পূর্ব বিরোধের জের হিসাবে উপরোক্ত বিবাদীরা আমাকে এবং আমার পরিবারের লোকজনদেরক মারধর করার জন্য সময় এবং সুযোগ খুজিতে থাকে। কারনে অকারনে আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হইযা আমাদেরকে অহেতুক হয়রানী করিয়া থাকে। বিবাদীরা খারাপ এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। গায়ের জোরে এলাকায় বিভিন্ন অপকর্ম করিয়া থাকে। তাহাদের ভয়ে এলাকার নীরিহ লোকজন মুখ খুলতে সাহস পায় না। তিনি জানান আজ ভোর বেলা আরিফ, সোহাগ, হাসানগং বাড়ীর পার্শ্বের ধানী জমিতে ধান কাটতে যাই। আমাদের জমির ধান কেটে বাড়ীতে আনার পর বিবাদীরা দুপুর ১২.০০ টায় পূর্ব শত্রুতার জের হিসাবে দা, ছেনি, লাঠি-সোটা, রড ইত্যাদি হাতে নিয়া বেআইনী জনতা দলবদ্ধ হইয়া আমাদের বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করত: আমাদেরকে অশ্লীল ভাষায় গালমন্দ করিতে থাকে। আমি প্রতিবাদ করায় বিবাদীরা আমাদেরকে আক্রমন করত: এলোপাথারী মারধর করতে থাকে।
উক্ত মারধর ও দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ফলে আশেপাশের লোকজন আহতদেরকে উদ্ধার কুমেক হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ বিষয়ে ফরিদ মিয়ার সাথে কথা বলে তিনি  জানান তারা বিগত সময়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় এলাকায় জোরজুলুম ও চাঁদাবাজি মাদক বিক্রি করে আসছিল। পটপরিবর্তনের ফলে তারা এখন বিএনপিতে যোগদিয়ে মাদকব্যবসার স্বর্গ গড়ে তুলেছে বলে জানান। স্থানীয় মাদকব্যবসায়ী কালাকবিরের গ্যাং এর ইন্ধোনে এসব অপকর্ম করে আসছে বলে অভিযোগের প্রকাশ

আসামীরা হলো ১। শাহ আলম (৫০), পিতা-মৃত জয়নাল আবেদীন, ২। মো: আবুল হোসেন (৪০), পিতা-মৃত সিরাজ মিয়া, ৩। পাভেল (৩০), পিতা-শাহ আলম, ৪। পারভেজ (২৩), পিতা-মৃত মোহাম্মদ আলী, ৫।মো: সাদ্দাম হোসেন (২৫), পিতা-আবুল হোসেন, ৬। মো: শাকিল (১৯), পিতা-আবুল হোসেন, ৭। মোঃ ইয়াছিন (৩৫), পিতা-মৃত সুরুজ মিয়া, ৮। আব্দুস সালাম (৩২), পিতা- মৃত সুরুজ মিয়া, ৯। আখি বেগম (২৫), স্বামী-সাদ্দাম হোসেন, ১০। পারভীন আক্তার (৩৮), স্বামী-শাহ আলম, সর্বসাং-দক্ষিণ বলরামপুর, খানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। ১১। মো: সোহাগ (৩৫), পিতা-মৃত তাজুল ইসলাম, সাং-হারাতলী, খানা-সদর দক্ষিণ।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি আসমীদের গ্রেফতারের জন্য চৌকস টিম মাঠে কাজ করছে। দ্রুত ঘটনারসাথে জড়িত ইন্ধোনদাতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার দেবিদ্বারে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

কুমিল্লার ঝাকুনিপাড়ায় ময়লার ভাগাড় থেকে উৎপাদন হবে বিদুৎ

কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ১

ইন্টেলিজেন্স দিয়ে খুব সহজে ধসিয়ে দেওয়া যায় যে কোন দেশকে

কুমিল্লায় Department of Narcotics Control (DNC) কর্তৃক ০২ কেজি গাঁজাসহ আটক ০২

মাটিরাঙ্গাতে পুলিশের অভিযানে দস্যুতা”সহ দুর্ধর্ষ ০২ ডাকাত গ্রেফতার!

কান ধরে মাফ চাইলেন জবি সমন্বয়ক নূর নবী

কুমিল্লায় ০৩ উপজেলা পরিষদের নির্বাচন আজ ০৫ জুন

কুমিল্লায় সাবেক এমপি আ ক ম বাহার এবং সিটি মেয়র সূচিসহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বুড়িচং এলাকায় ১৪০ কেজি গাঁজাসহ আটক এক