কুমিল্লা চৌদ্দগ্রামে ভূমিকর পরিশোধ করার জন্য উপজেলা সহকারী কমিশনরা (ভূমি) জাকিয়া সুলতানা লিমা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) গণবিজ্ঞপ্তি ১৯১৩ সালের বিধানমতে তিন বছর ভূমির উন্নয় কর পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে রেন্ট সার্টিফিকেট মামলা দায়েরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। যা নিন্মে জনস্বার্থে প্রজ্ঞাপনটি তুলে ধরা হলো
এতদ্বারা চৌদ্দগ্রাম উপজেলার সম্মানিক ভূমি মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল ভূমি মালিকের ভূমি উন্নয়ন কর বা খাজনা বকেয়া রয়েছে তাদেরকে হাল ১৪৩১ বাংলা সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর বা ভূমির খাজনা পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো। যে সকল ভূমি মালিক ০৩ (তিন) বছর বা তার অধিক সময় ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করেননি তাদেরকে অতিদ্রুত অনলাইনে (www.ldtax.gov.bd) ওয়েব সাইটে নিবন্ধনের মাধ্যমে ১৪৩১ বাংলা সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য বলা হলো। এক্ষেত্রে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি বোধগম্য না হলে নিজ নিজ ইউনিয়ন/পৌর ভূমি অফিস হতে পরামর্শ গ্রহণ করা যেতে পারে। অন্যথায় অনাদায়ী বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য সরকারি পাওনা দাবি আদায় আইন, ১৯১৩ এর বিধান মোতাবেক ভূমির মালিকের বিরুদ্ধে রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট