
কুমিল্লা জেলার কোতোয়ালী থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিরুল হক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ৪ নং আমরাতলী ইউপির সরকারি ডাম্পিং এর সামনে কতিপয় লোক মাদক বিক্রির জন্য উদ্বুদ্ধ হয়ে আছে৷ উক্ত গোপন সংবাদটি জেলা পুলিশ সুপারকে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ছত্রখিল ফাড়িঁর ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।
ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিরুল হক নির্দেশ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁনপুর হতে পালপাড়া গামী পাকা রাস্তার উপর রাত ১০.১৫ মিনিটের সময় চেকপোস্ট স্থাপন করে, এ সময় চাঁনপুর হতে পালপাড়া গামী পাকা রাস্তায় সিএনজি আসতে দেখে সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুত বেগে চলে যেতে চাইলে, ইনচার্জ মমিরুল ও সঙ্গীয় ফোর্স দাওয়া করে সিএনজিটিকে থামাতে সক্ষম হন।
সিএনজি অটোরিকশাটি তল্লাশী করে সিএনজির মধ্যে ছয় বস্তা মোট ৭১৭ ক্যান রেড বল সহ তিনজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলো ১৷ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নঘরপুর এলাকার মৃত আব্দুর রহমান সর্দারের ছেলে মোঃ ওমর ফারুক(৩৬), ২।কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আনন্দপুর এলাকার মৃত নজির মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান(২৫) এবং কুমিল্লা জেলার কোতোয়ালী থানার শাশনগাছা এলাকার মৃত মোরশেদ আলমের মেয়ে লীজা আক্তার(৩৫)।
এ বিষয়ে ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিরুল হক জানান মাদক ও ভারত থেকে অবৈধ মালামালের বিরুদ্ধে এ ধরনের অভিযান সংবাদ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।