
২১ সেপ্টেম্বর ২০২৪ রোজ শনিবার সন্ধ্যা ০৬.৪০ মিনিটে
কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর ইউপির ০৩নং ওয়ার্ডের কৃষ্ণপুর বিশ্বরোড সাকিনস্থ ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের পূর্ব পাশে হোটেল আল তাজেজ এর সামনে পার্কিং এরিয়ায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সবুজ রংয়ের রেজিঃ নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা দিয়ে মাদক ব্হন করছে, উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথে এসআই(নিঃ)/ উক্যমং রাখাইন সঙ্গীয় এএসআই(নিঃ)/নাছের আহম্মদ, এএসআই(নিঃ)/মোঃ আরমান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকায় অবস্থান করে।
সিএনজি অটোরিক্সা আসতে দেখে যানবাহনটিকে থামিয়ে তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ ০৭ জনকে আটক করা হয়। আটককৃতব্যাক্তিরা হলেন ১৷ সিএনজি চালক শরীফুল ইসলাম(২৭) : ১। শরীফুল ইসলাম (২৭), পিতা-মো: হাবিবুর রহমান,গ্রাম-খাড়েরা (হাবিব মিস্ত্রি বাড়ি), ২। মোঃ হোসেন (৩৮), পিতা-মৃত সুন্দর আলী, গ্রাম-খাড়েরা (পূর্বপাড়া আব্দুল-আলী ধান বেপারি বাড়ি), ইউনিয়ন-বাকশিমুল, ৩। রঞ্জিত চন্দ্র শীল (২৫), পিতা-জিতু চন্দ্র শীল, গ্রাম- খাড়েরা (শীল বাড়ি), ৪। দেলোয়ার হোসেন (৪০), পিতা-মৃত জলফু মিয়া, গ্রাম-খাড়েরা (চাঁন মিয়া সর্দার বাড়ি), ৫। মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা- মোঃ রফিকুল ইসলাম, গ্রাম-আনন্দপুর (রফিক মেম্বারের বাড়ী), ৬। মোঃ সাইফুল আজম সুমন (৪০), পিতা- আঃ মালেক, গ্রাম- জঙ্গলবাড়ী (মালেক এর বাড়ী), ৭। মোঃ ইকবাল হোসেন (৩৬), পিতা- মোঃ আজিজ মিয়া,গ্রাম- খাড়েরা (হাসপাতালের সাথে বাড়ী), সর্ব থানা-বুড়িচং, জেলা-কুমিল্ল৷ উক্ত ঘটনায় কোতয়ালী থানার মামলা নং-৫৫ , তারিখ-২১/০৯/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৩৮ রুজু করা হয়।