
গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীতে প্রকাশ্যে কিশোর গ্যাং এর ৫ থেকে ৬ শত উঠতি বয়সের ছেলেরা আদালত পাড়া-নানুয়া দিঘীর পাড়-ঠাকুর পাড়া হয়ে
রাণীর বাজার এ প্রদক্ষিণ করে। এময় তারা ভিবিন্ন স্লোগান দিতে থাকে আর হাতে ছিল দেশিয় অস্ত্র। নগরীর মানুষ হতভম্ব হয়ে পড়ে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে কোতোয়ালি মডেল থানার পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালায়।
সিসিটিভি ফুটেজ দেখে রাতেই তাদের ধরতে অভিযান চালনা করা হয়।
গ্রেফতার হওয়া গ্যাংয়ের সদস্যরা হলেন—রেজাউল করিম নাফিজ (১৮), সিফাত হোসেন (১৬), আরমান ইসলাম রাজিম (১৭) ও রাকিব হোসেন (১৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিনুল ইসলাম। তিনি জানান গতকাল খবর পেয়ে পুলিশের একাধিক চৌকস টিম গঠন করে তাদের গ্রেফতার করা হয়, অন্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।