
গত ০৬ জুলাই ২০২৫ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় লোক মাদক দ্রব্য বিক্রয়ের জন্য একত্রিত হয়েছে৷ উক্ত সংবাদটি পাওয়ার পর বুড়িচং থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রেমে এএসআই শাহপরানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাগড়া সড়কের ফকিরবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ আজিজুল হক।
আটককৃতরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার সেলিম উদ্দিনের ছেলে মো. হাবিব (২১) ও মফিজ মিয়ার ছেলে রাকিব হোসেন কালু (২০)।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে৷
Facebook Comments Box