বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনসাধারণ

ঢাকা আউটলুক ডেস্ক :
মে ৩০, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ
পঠিত: ৫৮ বার

নিজস্ব প্রতিবেদক//

কুমিল্লা থেকে ছেড়ে আসা লাকসাম আঞ্চলিক মহাসড়কে একটু বৃষ্টি হলেই চাঁনপুর এলাকায় পানি হাঁটু পর্যন্ত পানি উঠে যায়। এতে ভোগান্তিতে পড়ে স্থানীয় জনগণসহ গাড়িচালকরা। মাঝে মধ্যে সিএনজি, অটোরিকশা, ইজিবাইকসহ হাঁটুসমান পানির কারণে এইসব গাড়িগুলো বিকল হয়ে যায়। রাস্তার মাঝে বিকল হলে যানজটের সৃষ্টি হয়। অপরিকল্পিতভাবে ড্রেনের অসমাপ্ত কাজ করার ফলে এই সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয়রা।

সরজমিনে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, যখন রাস্তার কাজ করা হয়েছিল তখন ঠিকাদার প্রতিষ্ঠান এনডিই রাস্তায় আরসিসি ঢালাই দিয়ে রাস্তার উভয় পাশে পানি যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা করেছেন। কিন্তু ড্রেনটি সম্পূর্ণ বিজয়পুর গোংগাইজুরি খালের সাথে সংযোগ স্থাপন না করে চাঁনপুর এর মাথায় এনে কাজ সমাপ্ত করে। পরবর্তীতে যার জায়গা পর্যন্ত ড্রেনের কাজটুকু  সমাপ্ত করেন তিনি ওই জায়গাতে বর্তমানে মার্কেট করার জন্য ড্রেনের সম্মুখে মাটি ফেলে ভরাট করে ফেলেন। যার ফলশ্রুতিতে পদুয়ার বাজার বিশ্বরোড়সহ লাকসাম রোডের দক্ষিণ দিকের পানি যাওয়া বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পর্যন্ত পানি জমে।

স্থানীয় বাসিন্দারা জানায়, একদিকে ইপিজেড এর বর্জ্য পানির তীব্র গন্ধ তার ওপরে রাস্তায় জমে থাকা ময়লার পানি তাতে জীবন অতিষ্ঠ করে তুলেছে। সড়ক ও জনপথ (সওজ) ও জেলা প্রশাসকের কাছে সকলের দাবি এই রাস্তাটির পাশে জমে থাকা পানি এবং ড্রেনেজ যেন গুংগাইজুরি খালের সাথে সংযোগ স্থাপন করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল হাই বাবলু বলেন, যে প্রকৌশলী ড্রেনের কাজটি করছে, তারা পানি কোথায় কিভাবে যাবে তা ব্যবস্থা না করে কাজ শেষ করে চলে যায়। এতে সাধারণ জনগণের কষ্ট হচ্ছে। এ কাজের দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে সওজ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, আমরা সরেজমিনে দেখে তারপর যেটা ভালো হয় সেটাই ব্যবস্থা গ্রহণ করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার সদর দক্ষিনে মধ্যম বিজয়পুরে জিম্মি করে ডাকাতি 

ধনবাড়ীর সা‌বেক বিএনপি নেতার হামলা ও সন্ত্রাসী কার্যক্রম মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৮০০ পিছ ইয়াবাসহ সেনাবাহীনির হাতে আটক ০১

কুমিল্লায় তৈলকুপি দক্ষিণ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১১

কুমিল্লায় নানা আয়োজনে বর্ষবরণ উৎযাপন হচ্ছে 

হাতিরঝিল মাদক ছিনতাই নির্মূলে বিশেষ ভূমিকায় আনসার বাহিনী

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখলে নেন বেনজীরের শ্যালক

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা’সহ আটক এক

মার্ডার আসামির রিমান্ড বাতিল করে দিতে চাওয়া ভুয়া এসআই গ্রেপ্তার

কুমিল্লা সদর দক্ষিন উপজেলার কাশিপুর গ্রামে প্রকাশ্যে সোহেল নামক যুবককে মারধ