কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে আওয়ামী লীগ নেতাদের প্ররোচনায় ও অর্থায়নে সমন্বয়ক আরাফ ভূঁইয়ার দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে এবং হয়রানি থেকে অব্যাহতির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহিন, সিমা আক্তার, খোরশেদ আলম ও শাহিদুল ইসলাম রিয়াজ।
বক্তারা বলেন, “আমরা জুলাই মাসের ছাত্র-জনতার গণ-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে থেকেছি। কিন্তু দুঃখজনকভাবে, সমন্বয়ক আরাফ ভূঁইয়া আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলার অজুহাতে আমাদের নিকট চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাধারণ মানুষদের মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে।”
তারা আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, এবং আন্দোলনের নেতৃস্থানীয় কর্মী নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহর দৃষ্টি আকর্ষণ করছি। অনুরোধ করছি—তারা যেন এই মামলা বাণিজ্যের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা জগন্নাথপুরের সাধারণ মানুষ এসব মিথ্যা মামলা থেকে মুক্তি চাই।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আক্তার হোসেন রবু, আরিয়ান আহমেদ রুদ্র, মো. সায়েম, শারমিন আক্তার, রোকেয়া বেগম, হালিমা খাতুনসহ অনেকেই।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট