শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ৩০, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ
পঠিত: ৫৪ বার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ডাকাতির প্রস্তুতকালে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) ভোররাত ৩ টা ২০ মিনিটের দিকে উপজেলার চৌয়ারা টু মাটিয়ারা এলাকার পরিত্যক্ত একটি হোটেল থেকে পুলিশ ৩ জনকে আটক করে বাকি ৬/৭ জন ডাকাত পালিয়ে যায়।

আটককৃতরা হলেন—কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উলুরচর এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ হোসেন (৩২), একই এলাকার সোলাইমান মিয়ার ছেলে ইউসুফ (২২), আলী আক্কাসের ছেলে কবির হোসেন (৩০)।

কোষ্টগার্ড সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩ টা ২০ মিনিটের দিকে পুলিশের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ জানতে পারে যে, চৌয়ারা টু মাটিয়ারা এলাকার পরিত্যক্ত একটি হোটেলে ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছে ডাকাতরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়, বাকি ৬/৭ জন পালিয়ে যায়। এসময় জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। পরে তাদের কাছ থেকে ১টি সিলভার রংয়ের প্রাইভেট কার, ১ টি ইলেকট্রিক করাত (গাছ কাটার মেশিন), ১ টি নেভি ব্লু রংয়ের লোহার রোলার, ১ টি প্লাস্টিকের গোলাকার পিভিসি পাইপ, ১ টি গুলতি (হাতল ও রাবারসহ দৈর্ঘ্য ১৩ ইঞ্চি, ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ডাকাতদের আটক করে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে। ডাকাতির বিষয়ে যে টের পাবে সে ব্যক্তি আমাদের জানালে সাথে-সাথে আমাদের টিম সেখানে পৌঁছে যাবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আবু আবিদের দূর্বার তারুণ্যের আয়োজন- ‘সবাই দেখবে কক্সবাজার।’

জাতীয় সাংবাদিক সংস্থার মনোহরগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন

হত্যার পূর্বে আনারকে চেয়ারে বেঁধে রাখা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে

আওয়ামী লীগ আমলে গ্যাসলাইনের রাস্তা কাটতে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর ৯৫তম জন্মদিন পালিত

কুমিল্লা জেলার লাকসামে বৃটিশদের দেওয়া বেগম উপাধি গ্রহণ করেননি, শেষ পর্যন্ত নওয়াব উপাধি দিতে হয়েছে এই নারীকে!

মোবাইল চোরাকারবারি ও ছাত্রলীগ নেতা সুমনের করা মিথ্যা মামলায় সাংবাদিক শাহীন এর জামিন

নিখোঁজের সাত দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার

বাহারের সঙ্গে ফাঁসছেন তার ১৮ সহযোগী

নতুন আইজিপি  বাহারুল আলম