প্রশাসনের হস্তক্ষেপে মানববন্ধন ও কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে হাড়াতলী দারুস সুন্নাহ্ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার হাড়াতলী দারুস সুন্নাহ্ ইসলামিয়া দাখিল মাদ্রাসার খেলার মাঠ অবৈধ দখল করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেষা মাদ্রাসার মাঠের সামনে মানববন্ধন করেন মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা।
মহাসড়কে মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম, সড়ক ও জনপদ অধিদপ্তরের থানা নির্বাহী কর্মকর্তা খন্দকার গোলাম মোস্তফা, সাবেক এমপি ও বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। প্রশাসন আন্দোলনরত ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং ছাত্রদেরকে আশ্বাস প্রদান করেন। এমবিএস বি কোম্পানি জোড় পূবর্ক তাদের খেলার মাঠটি দখল করেছে বলে শিক্ষার্থীরা বললে প্রশাসন উদ্ধার করার আশ্বাস দিলে ছাত্ররা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
এ সময় শিক্ষার্থীদের মানববন্ধনে অংশগ্রহণ করেন খন্দকার গোলাম মোস্তফা, দারুস সুন্নাহ্ মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মফিজুর রহমান, লুৎফুর রহমান মৈশান, মাহবুবুল আলম মৈশান, রেজাউল করিম রিপন, কামরুল ইসলাম ইয়াকুব মেম্বার, আছমত আলী মেম্বার, মোস্তফা হোসেন, আব্দুল মোমেন, খোরশেদ আলম শাহজাহান মৈশান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক বৃন্দ।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রুবাইয়া খানম বলেন, শিক্ষার্থীদের খেলার উপযোগী করার জন্য আগামী ২০ দিনের মধ্যে সংস্কার করে মাঠটি শিক্ষার্থীদের খেলার উপযোগী করার প্রস্তাব করছি। মাদ্রাসার শিক্ষার্থীদের পারাপারের জন্য ফুটওভার ব্রিজের বিষয়টিও দেখা হবে।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট