শুক্রবার , ১৪ জুন ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে শাকতলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা।

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ১৪, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ
পঠিত: ৮৯ বার

আজ ১৪ জুন ২৪ রোজ শুক্রবার কুমিল্লা সদর দক্ষিন এলাকায় শাকতলা, মোঃ আজাদ হোসেন মিরাজ(২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার স্থায়ী ঠিকানা বরুড়া উপজেলার মহেশপুর ইউনিয়নের হোসেন পুর গ্রামে, তার পিতার নাম মৃত জসীমউদ্দিন, মাতা: পারুল বেগম।

তার মা জনান, তারা কেহ বাড়িতে ছিলেন না, তার মা বোনের বাড়িতে বেড়াতে যান। মেয়ের বাড়ি থেকে বিকেল ৫.৩০ মিনিটে বাসায় ফিরে তার রুমের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে তার ছেলে মিরাজ গলায় ফাঁসবস্থায় ঝুলে রয়েছে। পরবর্তীতে তিনি তার বড় ছেলেকে উক্ত বিষয়টি জানায়। তখন তার ভাই কর্মস্থলে ছিল, বিষয়টি জানার পরে তড়িঘড়ি করে বাসায় এসে রুমের দরজা ভেতর দিয়ে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের চিৎকার এবং কান্নকাটির শব্দ শুনে, আশেপাশের লোকজন এসে। পরবর্তীতে থানায় অবহিত করলে ঘটনাস্থলে কুমিল্লা সদর দক্ষিন থানার পুলিশ এসে দরজা ভেঙ্গে ভেতরে তাকে ওড়না পেছানো অবস্থায দেখতে পায়।
বাড়ির মালিক দেলু মিয়ার ছেলে জানান সকাল ১১ টায় অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়া শব্দ পায় নি।

স্থানীয় বাসিন্দারা বলেন মিরাজের পরিবার দীর্ঘ ১০ থেকে ১২ বছর দেলু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। ছেলের আচার ব্যবহার ভাল ছিল কি কারনে এমন ঘটনা ঘটালো তাদের বোধগম্য নহে।
তার পরিবার এবং স্থানীয় লোকজন বলেন সে কুমিল্লা ইপিজেড এ তুং হিং বিডি মেনু ফ্যাক্টরি লিঃ এ কর্মরত ছিলেন।

সদর দক্ষিন থানার পুলিশ এসে লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য কুমেক হসপিটালে পাঠায়।
সদর দক্ষিন থানার পুলিশ জানায় সুরতহাল করার পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাত আটক

পুলিশ হত্যার বিচার কেনো হবে না! 

কুমিল্লা  পশুর হাট সংক্রান্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও হয়রানি রোধে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা

কিশোর গ্যাং এর সদস্যদের ছাড়িয়ে নিতে প্রশাসনকে তদবির কু”চক্র মহলের

কুমিল্লা সদর দক্ষিণে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

কুমিল্লা নগরীতে বিয়ের প্রলোভনে  ধর্ষণ! মা-ছেলে গ্রেপ্তার

ঈদুল আযহাকে সামনে রেখে মহাসড়ক ও গরুর হাটে সাপোর্ট সেন্টার ও জাল টাকা সনাক্তে সহায়ক ভূমিকা সহ তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ বিতরণ করবে কুমিল্লা র‌্যাব -১১

‘লীগ চক্র’ই নিয়ন্ত্রণ করছে বরগুনার সবকিছু

কুমিল্লা সদর দক্ষিনে থানা পুলিশের অভিযানে ০৬ কেজি গাঁজা উদ্ধার

ভূরুঙ্গামারী থানার ওসির বিরুদ্ধে সাংবাদিককে হুমকি ও গ্রেফতার করার অভিযোগ