
আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোকেয়া বেগম (২৭) নামের এক মহিলা রাস্তা পাড়াপাড়ের সময় তিশা বাসের ধাক্কায় দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোকেয়া কুমিল্লা কোতোয়ালি থানার ডুমুরিয়া চাঁনপুর এলাকার হানিফ মিয়া স্ত্রী।
নিহতের স্বামী জানায় সকালবেলা রোকেয়া বেগম সদর দক্ষিন এলাকায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেলে হসপিটালে
শারিরীক অসুস্থতার কারনে ডাক্তার দেখাতে যান। তিশাবাসের দূর্ঘটনায় সে মারা যায়। সে কুমিল্লা ইপিজেডে তুং হিং এ প্লাস্টিক প্যাকিং এ ট্রেইনার হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান সকাল বেলা খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ এবং তিশা বাস আটক করি। তিশা প্লাটিনাম বাসের চালক পালিয়ে যায়, লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রীয়াধীন।