শুক্রবার , ১৪ জুন ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিন উপজেলায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রিকরনে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ১৪, ২০২৪ ৪:০৩ পূর্বাহ্ণ
পঠিত: ৪৪ বার

ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড এর আয়োজনে প্রবাসী ও বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুণ:একত্রীকরণে সভা বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ কুমিল্লা সদর দক্ষিন উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০.০০ টায় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কুমিল্লা সদর দক্ষিন উপজেলা পরিষদের নির্বাহী অফিসার রুবাইয়া খানমের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপসচিব আবু আসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ আলী হোসেন, সহকারি পরিচালক ওয়েলফেয়ার সেন্টার, কুমিল্লা, উক্ত সেমিনারের উদ্বোধন করেন রুবাইয়া খানম, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ, সদর দক্ষিন উপজেলা। সেমিনারে পেপার রেইজ প্রকল্প উপস্থাপনা করেন রিপন ঘোষ, কাউন্সিলর ওয়েলফেয়ার সেন্টার কুমিল্লা, উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলী হোসেন, সহকারী পরিচালক ওয়েলফার সেন্টার,কুমিল্লা।

প্রধান অতিথি আবু আসলাম বলেন যারা প্রবাসে যেতে চান তারা প্রবাসী কল্যান ব্যাংক এর মাধ্যমে সহজশর্তে ঋণ নিয়ে প্রবাস যেতে পারবেন। তিনি আরও বলেন সরকার বিনামূল্যে যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে আপনারা যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণ মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে প্রবাসে যেতে পারবেন।

সভাপতির বক্তব্যে রুবাইয়া খানম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন- ‘দক্ষ হয়ে বিদেশে যেতে হবে তার জন্য দক্ষ এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে দক্ষতার পরিচয় দিতে হবে, তার জন্য টিটিসি এবং যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আপনারা এখান থেকে ভিবিন্ন ধরনের কাজ শিখে সার্টিফিকেট অর্জন করতে পারবেন। আমাদের দেশকে এগিয়ে নিতে এর বিকল্প নেই’।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও রিকভারি এন্ড এ্যাডভান্সমেন্ট অফ ইন্টারনাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্প, ওয়েলফেয়ার সেন্টার কুমিল্লা, ওয়েজ আর্নাস বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কুমিল্লা সদর দক্ষিন উপজেলার প্রবাসীরা।
সারা বাংলাদেশে ওয়েলফেয়ার সেন্টার সমূহ যেসব সেবা প্রদান করে থাকে :বিমানবন্দরে প্রবাসী কল্যাণ কর্তৃক সহায়তা প্রদান, প্রবাসী সন্তানদের শিক্ষা কার্যক্রম, বিমা কার্যক্রম, প্রতিবন্ধী ভাতা, আহত ও অসুস্থ কর্মীদের সহায়তা, প্রবাসে মৃত কর্মীদের আর্থিক সহায়তা, মৃতদেহ আনায়ন, অ্যাম্বুলেন্স সেবা, দেশে ও বিদেশে আইনি সহায়তা প্রদান করা।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের জন্য চলমান সেবাসমূহ:

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক কর্তৃক সহায়তা:
► বিদেশগামী ও প্রত্যাগত কর্মীদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনকালে সহায়তা;
> মৃতদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক প্রদান;
► প্রবাস ফেরত অসহায় কর্মীদের বাড়ী গমনের জন্য ক্ষেত্র বিশেষ আর্থিক সহায়তা:
► বিমানবন্দর সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পাদনে সহযোগিতাঃ
> প্রবাসী কর্মীদের গমন ও আগমনকালে সাময়িকভাবে অবস্থানের জন্য “বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার” পরিচালনা;

শিক্ষা কার্যক্রম:
> প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান;
> প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে সহায়তা ও কোটা সংরক্ষণ:
► প্রবাসে বাংলাদেশ কমিউনিটি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় আর্থিক সহায়তা;

বীমা কার্যক্রম:
► বিদেশগামী সকল কর্মীকে বীমা সুবিধা প্রাপ্তিতে সহায়তা:

প্রতিবন্ধী ভাতা:
> প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের মাসিক ভাতা প্রদান;

আহত ও অসুস্থ কর্মীদের সহায়তা:
> আহত ও অসুস্থ কর্মীকে দেশে আনয়নে সহায়তা:
► প্রবাসে আহত ও অসুস্থ কর্মীদের দেশে ফেরত আনয়ন ও অ্যালপাতালে ভর্তিতে ব্যবস্থা:
> প্রবাস ফেরত আহত ও অসুস্থ কর্মীর চিকিৎসা আর্থিক সাহায্য প্রদানঃ

প্রবাসে মৃত কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা:
► বৈধভাবে বিদেশ গমনকারী মৃত কর্মীর পরিবারকে তিন লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান।
প্রবাসে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও বকেয়া অন্যান্য অর্থ আদায় পূর্বক ওয়ারিশদের নিকট বিতরণ

মৃতদেহ দেশে আনয়ন:
► প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর মৃতদেহ দেশে আনয়ন/স্থানীয় দাফনে সহায়তা প্রদান:

অ্যাম্বুলেন্স সেবা:
> বিদেশ ফেরত অসুস্থ ও মৃত কর্মী পরিবহনে বিমানবন্দর হতে অ্যাম্বুলেন্স সেবা প্রদান;

বিদেশে সেইফ হোম পরিচালনা:
> প্রবাসে সমস্যাগ্রন্থ/বিপদগ্রন্থ নারী কর্মীদের সেইফ হোমে আশ্রয় প্রদান এবং প্রয়োজনে দেশে ফেরত আনয়নে সহায়তা প্রদান;

হেল্প ডেস্ক:
> আগত সেবা প্রত্যাশীদের হেল্প ডেস্কের মাধ্যমে তাৎক্ষণিক সেবা প্রদান:

দেশে ও বিদেশে আইনী সহায়তা:
► প্রবাসে ও দেশে কর্মীদের আইনী সহায়তাসহ বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা প্রদান;
> প্রবাসী কর্মীর সম্পদ রক্ষা এবং নানাবিধ অসুবিধা দূরীকরণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান;
> প্রবাসী বসবাসরত অনাবাসী ও অনিবন্ধিত বাংলাদেশি কর্মীদের বোর্ডের সদস্যপদ প্রদান:

রিইন্টিগ্রেশন কর্মসূচী:
> বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংককে ২০০ কোটি টাকা প্রদান;
► বিদেশ প্রত্যাগত নারী কর্মীদের রিইন্টিগ্রেশন কর্মসূচীতে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান;
> বিদেশ ফেরত ০২ লক্ষ কর্মীর রিইন্টিগ্রেশন কার্যক্রম গ্রহণ:

প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনে সহায়তা:
> প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনে পরিশোধিত মূলধনের ৯৫% অর্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে প্রদান:

কোভিড-১৯ কালীন প্রদত্ত সেবাসমূহ:
► বিদেশ প্রত্যাগত কর্মীদের বিমানবন্দরস্থ প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে জনপ্রতি ০৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
► সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টিন খরচ বাবদ জনপ্রতি ২৫ হাজার টাকা প্রদান:
> প্রবাসে দুর্দশাগ্রস্থ কর্মীদের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে;
> সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের RT-PCR টেস্ট খরচ প্রদান করা হয়েছে।
► প্রবাসে আটকে পরা কর্মীদের দেশে ফেরত আনয়ন;

ঘরে বসেই সেবা গ্রহণ:
> প্রবাসবন্ধু কল সেন্টারের ১৬১৩৫ (টোল ফ্রি), ০৯৬১০১০২০৩০, ০৮০০০১০২০৩০ [টোল ফ্রি]
০১৭৮৪ ৩৩৩ ৩৩৩, ০১৭৯৪ ৩৩৩ ৩৩৩) মাধ্যমে ২৪ ঘন্টা সেবা প্রদান।

প্রকল্প (চলমান):
► প্রাথমিকভাবে ৩০টি জেলায় এবং পর্যায়ক্রমে ৬৪ জেলায়
> প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের শাস্ত্র এ মূল্যে প্রদানের লক্ষ্যে ডাকাত তো গুলশানের ভাটারায় আধুনিক মানসম্পন্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন

আপনি কি বিদেশ ফেরত অভিবাসী কর্মী?

২০১৫ সাল হতে বিদেশ ফেরত কর্মীগণ প্রকল্প সুবিধার অন্তর্ভুক্ত।

পুন:একত্রীকরণে সহযোগিতা প্রয়োজন পাশে আছে

RAISE পদেশ সরকারের গুননাএকত্রীকরণ প্রকল্প

রেজিস্ট্রেশন করলে যেসব সহযোগিতা পাওয়া যাবে-

ওরিয়েন্টেশন
কাউন্সেলিং
ঋণ প্রাপ্তিতে সহযোগিতা
আত্মকর্মসংস্থানে সহযোগিতা
• উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা
• RPL সনদ প্রদান কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা
• কল্যাণমূলক অন্যান্য সহযোগিতা
এককালীন নগদ প্রণোদনা ১৩,৫০০/-

যে প্রক্রিয়ায় রেজিষ্ট্রেশন করতে হবে-
• ওয়েলফেয়ার সেন্টারে এসে রেজিস্ট্রেশন (নিয়মিত)
• স্পট রেজিস্ট্রেশন (ক্যাম্পিং)
যে সকল কাগজপত্র সাথে আনতে হবে-
ইমিগ্রেশন ক্লিয়ারেন্সসহ পাসপোর্ট অথবা
• ফেরত আসা সংক্রান্ত অন্য কোন প্রমাণক
বিমান টিকেট অথবা
• ০২ কপি রঙিন ছবি
• দূতাবাস কর্তৃক আউটপাস অথবা
• এনআইডি/জন্মনিবন্ধন সনদ (যদি থাকে)
ওয়েলফেয়ার সেন্টারে নিয়মিত রেজিস্ট্রেশনের পাশাপাশি উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধির

সম্পৃক্ততার মাধ্যমে স্পট রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের ডাটাবেজে আপনার নাম
নথিভুক্ত করে রেফারেলের মাধ্যমে কাঙ্খিত সেবা গ্রহণ করুন।

বিস্তারিত জানতে কল করুন ১৬১৩৫ ফ্রি
Recovery and Advancement of Informal Sector Employment (RAISE):
Reintegration of Returning Migrants Project

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ভবন (লেভেল-১১), ৭১-৭২ ইস্কাটন গা www.wewb.gov.bd

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ