শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

চান্দিনায় চুরির অপবাদ সহ্য না করতে পেরে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল ১৮, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
পঠিত: ৭০ বার

কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ দেয়ায় নিজের শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করা অটোরিক্সা চালক মো. সবুজের (৩০) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে ভর্তির ৫ দিন শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমান তিনি। নিহতের স্ত্রী খুশি আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

দুই সন্তানের জনক নিহত মো. সবুজ চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে।

তিনি চান্দিনা উপজেলা সদরের বেলাশহর এলাকায় ভাড়ায় বসবাস করে ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এর আগে গত ১৩ এপ্রিল (রবিবার) সন্ধ্যায় চান্দিনা উপজেলা সদরের সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় চুরির অপবাদ দিয়ে তার অটোরিক্সা ছিনিয়ে নেয়ায় নিজের শরীরের পেট্রোল ঢেলে আগুল জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সবুজ। এসময় তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায় বলে জানান চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক।

জানা যায়, চান্দিনা হাসপাতাল রোডের ইউনুছ মিয়ার অটোরিক্সার গ্যারেজ ভাড়া নিয়ে সবুজসহ ৩জন ওই গ্যারেজে তাদের অটোরিক্সাগুলো রাখতো।

পালাক্রমে তারা তিনজন পাহারাও দিতো। ২০২৪ সালের ৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টায় ওই গ্যারেজ থেকে ২টি অটোরিক্সা চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে চলতি বছরের ৪ মার্চ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০জনকে আসামি করে চান্দিনা থানায় মামলা করেন। ওই মামলায় মানিক নামে একজনকে ধরে পুলিশে দেয় এলাকাবাসী।
থানায় মামলা থাকাবস্থায় ওই রাতে এলাকার কয়েকজন মাতাব্বর স্থানীয় ভাবে মিমাংসা করার কথা বলে মানিককে থানা থেকে ছাড়িয়ে নিয়ে উল্টো সবুজকে চোর সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সবুজের পক্ষে ৫০ হাজার টাকা জরিমানা দেয়ার কোন সক্ষমতা না থাকায় সে ওই রায় মানেনি।রবিবার সন্ধ্যায় কয়েকজন মাতাব্বরদের পরোচনায় সালাউদ্দিন নামে এক ব্যক্তি সবুজকে আটক করে তার অটোরিক্সা নিয়ে যায়। তাকে চোর বলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে চাপ দেয়। এসময় সবুজ অপবাদ সহ্য করতে না পেরে প্রকাশ্যে নিজের গায়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।

সুবজের স্ত্রী খুশি আক্তার জানান, গরিবের জন্য আইন নাই, বিচার নাই। তারা (মাতাব্বররা) চোর ধরে ছেড়ে দিছে, আর আমার স্বামীরে চুরির অপবাদ দিয়ে জরিমানা করে! আমার স্বামী এই নির্যাতন সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন লাগিয়ে মারা গেছে। আমার স্বামীর অটোরিক্সাটিও ফিরিয়ে দেয়নি।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, অটোরিক্সা চুরির ঘটনার সময় আমি এ থানায় ছিলাম না। ওই চুরির ঘটনায় সবুজকে দায়ী করে চাপ সৃষ্টি করলে সে অপমান সহ্য করতে না পেলে নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। শুক্রবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার সুবিধাভোগী চক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে: রিজভী

আজ কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপনের পরিবেশ নিশ্চিত করার দাবি

What’s a ‘quademic’? What to know about the viruses spiking in Michigan and the nation

ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি: প্রকৌশলীকে ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধা

র‍্যাব এর অভিযানে ৯৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় পেঁয়াজের বাজারে অস্থিরতা

কুমিল্লার মুরাদনগর উপজেলায়, বাঙ্গরা থানায় হামলায় নারীসহ আহত ২।

কুমিল্লা রেল স্টেশন এলাকা থেকে দলনেতাসহ কিশোর গ্যাং এর সদস্য আটক : ৭

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ট্রাক জব্দ, আটক ০৪